ছবিতে ব্রিটনির রূপকথার বিয়ে
ঘটনার শুরু ২০১৬ সালে। ব্রিটনি স্পিয়ার্স তখন তাঁর স্লাম্বার পার্টি গানের মিউজিক ভিডিওর জন্য অভিনেতা খুঁজছিলেন। অনেক ছবির ভেতর থেকে স্যামের ছবি দেখেই বলেছিলেন, ‘অডিশনের কোনো প্রয়োজন নেই। এই ছেলেকে নিয়েই ভিডিও বানানো হবে।’ ২৩ বছর বয়সী তরুণ মুসলিম স্যামকে নিয়েই ব্রিটনি বানান স্লাম্বার পার্টির মিউজিক ভিডিও। তারপর স্যামে মুগ্ধ ব্রিটনি তাঁকে নিজের ব্যক্তিগত শরীরচর্চার ট্রেইনার হিসেবে নিয়োগ দেন। এরপর প্রেম, বাবার সঙ্গে সম্পত্তির মালিকানা নিয়ে আইনি যুদ্ধ, বাগদান, গর্ভধারণ আর অবশেষে বিয়ে। বিয়ের ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ের খুঁটিনাটি তথ্য।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩