ছবিতে ব্রিটনির রূপকথার বিয়ে

ঘটনার শুরু ২০১৬ সালে। ব্রিটনি স্পিয়ার্স তখন তাঁর স্লাম্বার পার্টি গানের মিউজিক ভিডিওর জন্য অভিনেতা খুঁজছিলেন। অনেক ছবির ভেতর থেকে স্যামের ছবি দেখেই বলেছিলেন, ‘অডিশনের কোনো প্রয়োজন নেই। এই ছেলেকে নিয়েই ভিডিও বানানো হবে।’ ২৩ বছর বয়সী তরুণ মুসলিম স্যামকে নিয়েই ব্রিটনি বানান স্লাম্বার পার্টির মিউজিক ভিডিও। তারপর স্যামে মুগ্ধ ব্রিটনি তাঁকে নিজের ব্যক্তিগত শরীরচর্চার ট্রেইনার হিসেবে নিয়োগ দেন। এরপর প্রেম, বাবার সঙ্গে সম্পত্তির মালিকানা নিয়ে আইনি যুদ্ধ, বাগদান, গর্ভধারণ আর অবশেষে বিয়ে। বিয়ের ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ের খুঁটিনাটি তথ্য।
১ / ১৩
২০১৭ সালের নিউ ইয়ারে (১ জানুয়ারি) ব্রিটনি ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্ক ঘটা করে জানিয়ে দেন। এরপরই রেডিও শোতে বলেন, ‘ছবি দেখেই আমার মনে হয়েছিল, এই ছেলেটা তো কিউট। তারপর থেকেই আমাদের দিনগুলো আনন্দে কেটে যাচ্ছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
ব্রিটনির আইনি অভিভাবক হিসেবে তাঁর সম্পত্তি ও ব্যক্তিগত জীবন ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্সের অধীনে ছিল। এ নিয়ে দীর্ঘ সময় ধরে মামলা চলছিল। সেই সময় ব্রিটনি–ভক্তদের সঙ্গে স্যামও ‘ফ্রি ব্রিটনি’ লেখা টি-শার্ট গায়ে রাস্তায় বের হন। ব্রিটনির বাবা যত দিন তাঁর আইনি অভিভাবক ছিলেন, তত দিন তাঁর সম্পদ, সম্পর্কে জড়ানো, বিয়ে বা সন্তান নেওয়ার অধিকার ছিল না। অবশেষে লড়াইয়ে জেতেন ব্রিটনি। ছবিতে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভারসাচির উপহার দেওয়া বিয়ের গয়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
আইনি লড়াইয়ে ব্রিটনির অর্জিত সম্পদের একটা বড় অংশ খরচ হয়ে গেছে। তবে এখনো ব্রিটনি ৬০ মিলিয়ন ডলার বা ৫৬১ কোটি টাকার মালিক। এগুলোর বেশির ভাগই রিয়েল স্টেটের ব্যবসায় খাটানো। মাত্র ৩ মিলিয়ন বা ২৮ কোটি টাকা ‘ক্যাশ’ হিসেবে ব্যাংকে আছে। ছবিতে অতিথিদের মাঝে ব্রিটনি ও স্যাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
২০২১ সালের সেপ্টেম্বরে স্যাম ব্রিটনিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। হাতে ছিল ৬২ ক্যারেট ওজনের ব্রিলিয়ান্ট কাট ডায়ামন্ড আর প্লাটিনামের আংটি। আংটিটির ডিজাইন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় হিরের গয়নার ডিজাইনার রোমান মালায়েভ। আংটিটির দাম ৫ লাখ ৭০ হাজার ডলার বা ৫ কোটি ৩৩ লাখ টাকা! এটি ব্রিটনির বাগদানের আংটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
২০২২ সালের এপ্রিলে ব্রিটনি জানান, তিনি অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘একজনের প্রতি আরেকজনের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসার শক্তির ভেতর দিয়ে আমরা আমাদের পরিবারকে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
বিয়ের আয়োজন নিয়ে সেলিব্রিটি ইভেন্ট প্রডিউসার ‘বেস্ট ইভেন্টস’–এর সিইও জাফরি বেস্ট বলেন, ‘আমরা চেয়েছি, কাছের এবং আন্তরিক অল্প কিছু মানুষের উপস্থিতিতে আনন্দময়, ঘনিষ্ঠ কিছু মুহূর্ত উদ্‌যাপন করতে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
জাফরি আরও জানান, আয়োজনে ব্রিটনির চাওয়া অনুযায়ী ‘ওয়ার্ম ফেমিনিন’ রং ব্যবহার করা হয়েছে বেশি। যেমন সাদা, ক্রিম, গোল্ডেন, গোলাপি, লাল। সকালে বাগান থেকে তাজা ফুল তুলে বিয়ে বাড়ি সাজানো হয়েছে। ঘোড়ার গাড়িও ছিল। সব মিলিয়ে একটা রূপকথার বিয়ের আমেজ রাখা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
কনের পরনে ছিল সাদা স্লিট, হাতাকাটা ভারসাচি স্লিক ড্রেস। আর ছিল ক্ল্যাসিক ভেল। স্যামের পরনেও ছিল ভারসাচির টাক্সিডো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
স্যামের এটি প্রথম বিয়ে হলেও ব্রিটনির তৃতীয়। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেন ব্রিটনি। সেই বিয়ে টিকেছিল মাত্র ৫৫ ঘণ্টা। সেই বছরই মার্কিন গায়ক কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। সেই সংসারও ভেঙে যায় ২০০৭ সালে। দুই ছেলে আছে কেভিন-ব্রিটনির। এদিকে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
শার্লট আর সোফিয়া—এই দুজন ব্রিটনিকে বিয়ের দিন সাজিয়েছেন। তাঁরা বলেন, ‘আমরা খুবই গর্বিত যে ব্রিটনির বিয়েতে আমরা তাঁকে একদম ন্যাচারাল লুকে সাজিয়েছি। ব্রিটনি এমনিতেই সুন্দর। তাঁর বাদামি বড় বড় চোখ তাঁর সৌন্দর্যের অন্যতম দিক। তিনি আমাদের সময়ের সবচেয়ে বড় আইকনদের একজন। তিনি তাঁর বাঁধভাঙা সাহস আর শক্তি দিয়ে আমাদের সবাইকে উজ্জীবিত করেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
ব্রিটনির বিয়েতে উপস্থিত হয়েছিলেন ম্যাডোনা, সেলেনা গোমেজ, ড্রিউ ব্যারিমোর, প্যারিস হিল্টনসহ আরও অনেকে। বিয়েতে সেলেনা, ম্যাডোনা আর ব্রিটনি ‘টক্সিক’ গানে নেচেছেন। পরে গলা ছেড়ে প্যারিস আর ব্রিটনি গেয়েছেন ‘স্টারস আর ব্লাইন্ড’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বিয়ের দিন আরও তিনটি পোশাকে দেখা দিয়েছেন ব্রিটনি। এর মধ্যে ছিল কালো আর লাল মিনিড্রেস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
রাত ১০টা ১৫ মিনিটে বর-কনে একটা রোলস রয়েসে করে বেরিয়ে যান। তখন উপস্থিত সবাই চিৎকার করে তাঁদের বাকি জীবনের জন্য শুভকামনা জানান। ছবিতে ম্যাডোনা ও ব্রিটনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে