টেকসই সৃষ্টির উদ্‌যাপন

ল্যাকমে ফ্যাশন উইকে কাবেরীর পোশাকে মডেলছবি: ল্যাকমে ফ্যাশন উইক

ল্যাকমের রানওয়েজুড়ে টেকসই পোশাকের জয়জয়কার। ২২ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনেও উদ্‌যাপিত হলো ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। প্রথম দিনও ছিল টেকসই ফ্যাশনকে ঘিরে নানান দিশা দেখানো নামীদামি একঝাঁক ডিজাইনারে উপস্থাপনা।

ল্যাকমে ফ্যাশন উইকে পঙ্কজ-নিধি জুটির টেকসই সৃষ্টির উপস্থাপনা
ছবি: ল্যাকমে ফ্যাশন উইক

২১ অক্টোবর শুরু হয়েছে ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২০’। করোনার কারণে পাঁচ দিনের এই আসর অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল প্রাঙ্গণে। তাই এবার এ ফ্যাশন উৎসবে ভার্চ্যুয়ালি শামিল হতে পারছেন ফ্যাশনপ্রেমীরা।

ল্যাকমের আসর মানেই নতুন শিল্পকথা। নতুন ফ্যাশনধারা। হারানো শিল্পকলাকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা। তবে এবার ফ্যাশনদুনিয়ায় এক নতুন দিশা দেখালেন ডিজাইনার পঙ্কজ–নিধি। এই ডিজাইনার দম্পতি ‘আর-এলান’-এর সঙ্গে যৌথভাবে এক অভিনব সংগ্রহ ল্যাকমের মঞ্চে নিয়ে এলেন।

আর-এলানের পক্ষ থেকে গুঞ্জন শর্মা বলেন, ‘আমাদের এই সৃষ্টির নাম “গ্রিন গোল্ড”। ফেলে দেওয়া হাজার হাজার প্লাস্টিকের বোতল থেকে আমরা উচ্চমানের তন্তুর জন্ম দিয়েছি। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তা সম্ভব হয়েছে। প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করে সুতি ও উচ্চমানের সিল্কের রূপ দিয়েছি। আর এই তন্তু দিয়ে ফ্যাশনেবল ও ট্রেন্ডি পোশাক নিয়ে এসেছেন পঙ্কজ আর নিধি।’

প্লাস্টিকের পুনর্ব্যবহারে উৎপাদিত সুতা থেকে তৈরি পোশাক। ল্যাকমে ফ্যাশন উইকে পঙ্কজ-নিধি জুটির টেকসই পোশাকের ‍উপস্থাপনা
ছবি: ল্যাকমে ফ্যাশন উইক

খ্যাতনামা এই ডিজাইনার দম্পতি বলেন, ‘আমরা আর-এলানের কারখানায় গিয়ে অভিনব এই কর্মকাণ্ডের সাক্ষী হতে চাই। করোনার কারণে আমরা যেতে পারিনি। উন্নত মানের সুতি, সুতি-সিল্ক ও শিফন দিয়ে আমরা এবার ল্যাকমের মঞ্চে অত্যন্ত আরামদায়ক ও হালফ্যাশনের পোশাক উপস্থাপন করেছি। বাড়িতে বা অফিসে, যেকোনো জায়গায় এই পোশাক পরা যাবে।’

ডিজাইনার অমিত ওয়াধওয়া-কাবেরি এবার ল্যাকমের রানওয়ে মাতান ‘কুকুন’ কালেকশনে। এই দুই জনপ্রিয় ডিজাইনার খাদি নিয়ে চিরাচরিত প্রথা ভাঙলেন এ ফ্যাশন উৎসবে। খাদি শুধু নিত্যদিনের পোশাক নয়, উৎসবের রঙিন রাতেও খাদি আপনার পছন্দের পোশাক হতে পারে, তা প্রমাণ করলেন অমিত-কাবেরি। খাদির ওপর রুপালি ও সোনালি জরির সূক্ষ্ম কাজ, হাতে করা এমব্রয়ডারি—সব মিলিয়ে এ আয়োজন ছিল চোখজুড়ানো।

ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে অমিত ওয়াধওয়ার পোশাকে মডেল
ছবি: ল্যাকমে ফ্যাশন উইক

ডিজাইনার হেমাঙ্গ আগরওয়াল ল্যাকমে ফ্যাশন উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শন করেন অভিনব ‘তাত্তভা’ কালেকশন। জাপানের উচ্চমানের তন্তু বেমবার্গ দিয়ে নতুন এক ফ্যাশনধারার জন্ম দিয়েছেন হেমাঙ্গ। ভূমি, জল, বায়ু, অগ্নি, চাঁদ, সূর্যসহ প্রকৃতির ১২টি উপাদান তিনি তুলে ধরেন এই আয়োজনে। হেমাঙ্গের সম্ভারে নজর কাড়ে ব্রোকেডের সৌন্দর্য।

ল্যাকমে ফ্যাশন উইকে হেমাঙ্গ আগরওয়ালের ভার্চুয়াল উপস্থাপনা
ছবি: ল্যাকমে ফ্যাশন উইক

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার এই কালেকশনজুড়ে বেনারসের শিল্পকলা কিছুটা জড়িয়ে আছে। বেনারসে আমার জন্ম। তাই আমার আয়োজনে এই শহরের নানা কথা লুকিয়ে থাকে। এ ছাড়া প্রকৃতির ১২টি উপাদান নিয়ে বিভিন্ন মোটিফ তুলে ধরেছি।’ সব মিলিয়ে ল্যাকমের দ্বিতীয় রজনী ছিল টেকসই ফ্যাশনের হৃদয়গ্রাহী উপস্থাপনা। বাকি দিনগুলোয় এই ফ্যাশন উৎসবে জন্ম নেবে আরও সব আশা জাগানো সৃষ্টিকথা, তা বলার অপেক্ষা রাখে না।