ডায়ানার ছটায় ঝলমলে ল্যাকমের দ্বিতীয় দিন

ভারতের মুম্বাইয়ে জমে উঠছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২১’-এর আসর। বৃহস্পতিবার প্রথম প্রদর্শনী ছিল ডিজাইনার আইশা রাওয়ের।

ডায়ানাকে এদিন জমকালো লেহেঙ্গা-চোলিতে ডিজিটাল মঞ্চে হাঁটতে দেখা যায়
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

এই ডিজিটাল শোতে আইশা তুলে ধরেছিলেন বিয়ের কনের পোশাকের নতুন সংজ্ঞা। তাঁর ‘পেপার ডল’ নামের শোর শেষ আকর্ষণ ছিলেন বলিউড তারকা ডায়ানা পেন্টি। ডায়ানাকে এদিন জমকালো লেহেঙ্গা-চোলিতে ডিজিটাল মঞ্চে হাঁটতে দেখা যায়।

দীর্ঘদিন ধরে ব্রাইডাল লুক নিয়ে কাজ করছেন আইশা রাও। জাহ্নবী কাপুরও তাঁর পোশাকে কনে বেশে ফটোশুট করেছেন।

আইশার আরেক কনে
ছবি: আইশা রাওয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

আইশা তাঁর কালেকশন সম্পর্কে বলেন, ‘ল্যাকমের মঞ্চে আমি এমন এক কালেকশন নিয়ে এসেছি, যা প্রত্যেক কনের ইচ্ছার তালিকার একেবারে প্রথমে থাকবে। বিশেষ করে টিস্যু শাড়ি আর লেহেঙ্গা অনেক পুরোনো স্মৃতি নতুন করে সামনে তুলে এনেছে। “পেপার ডল” কালেকশনটা আমি আমার সন্তানদের উৎসর্গ করেছি।’

কেবল নকশায় নয়, বিয়ের পোশাকের রঙেও অভিনবত্ব এনেছেন আইশা
ছবি: আইশা রাওয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

কেবল নকশায় নয়, বিয়ের পোশাকের রঙেও অভিনবত্ব এনেছেন আইশা। তিনি তাঁর কাজে ইবোনি, ল্যাভেন্ডার, গোল্ড আর পিঙ্কের হালকা শেডগুলো বেশি ব্যবহার করেছেন।

অর্পিতা মেহতাও দেখিয়েছেন বৌয়ের সাজপোশাক
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

ডিজাইনার মোহাম্মদ মাজহার তাঁর আয়োজনের মাধ্যমে সব সময় কারিগরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসেছেন। এবারও তার ব্যতিক্রম ছিল না। ল্যাকমের র‍্যাম্পে তিনি হারিয়ে যাওয়া ‘খাটিয়া’ শিল্পকে আবার জীবন্ত করেছিলেন। তাঁর আয়োজনের নাম ছিল ‘মেরি প্যায়ারি খাট’।

এই অভিনব আয়োজন সম্পর্কে তাঁর বক্তব্য, ‘মেরি প্যায়ারি খাট আমার ছোটবেলার স্মৃতি আর “খাটিয়া” কারিগরদের না বলা কথাগুলো ব্যক্ত করেছে। এ আয়োজনের মাধ্যমে কারিগরদের আর আমার নানিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তাই আমি আমার কালেকশন ঘিরে খুবই উচ্ছ্বসিত।’ খ্যাতনামা এই ডিজাইনার শুধু সাদা-কালো রং ব্যবহার করে এক বাহারি আয়োজন রেখেছিলেন।

আইশা রাও আর মোহাম্মাদ মাজহারের পর বেলা দুইটায় ছিল তরুণ তাহিলিয়ানির শো। তাঁর নকশায়ও ছিল রং, এমব্রয়ডারি আর ক্র্যাফটের খেলা।

তরুণ তাহিলিয়ানির ব্রইডাল লুক মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

তরুণ তাহিলিয়ানির এবারের কালেকশনটি নানাকিছু থেকে অণুপ্রাণিত। সেসবের মধ্যে রয়েছে মন্দির, মুঘল স্থাপত্যবিদ্য, মল্টেন হাভেলিসহ নানা বিখ্যাত স্থাপতযএর ওপর আঁকা নকশা, নানা দেশের সংস্কৃতিসহ আরও নানাকিছু।

নানাকিছু থেকে অনুপ্রাণিত তরুণ তাহিলিয়ানির এবারের ব্রাইডাল কালেকশন
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

ডিজাইনার অভিষেক গুপ্তা তাঁর নিজের শহর বেনারসের ঐতিহ্যকে এক নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। বিয়ের রাতে আর উৎসবের পোশাকের এক জমকালো আয়োজন পরিবেশন করেছেন তিনি।

অভিষেক গুপ্তার নকশায় ব্রাইডাল লুক
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

নারী-পুরুষ সবার জন্য ছিল অভিষেকের এই প্রদর্শনী। বেনারসি ব্রোকেড আর পিওর সিল্ক, টুলসের মেলবন্ধনের মধ্য দিয়ে বেনারসের সাবেকিয়ানা পুরোপুরি বজায় রেখেছেন তিনি।

অভিষেক গুপ্তার নকশা করা পোশাক
ছবি: অভিষেক গুপ্তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

আঠারো শতকের রাজস্থানি ক্ষুদ্র চিত্রকর্ম দ্বারা অনুপ্রাণিত মনিকা শাহ আর কারিশমা সওয়ালির পোশাক। রঙিন প্রিন্ট আর এমব্রয়ডারির সংমিশ্রণে এক অভিনব প্রদর্শন করেছেন তাঁরা।

মনিকা শাহ আর কারিশমার ডিজাইন করা পোশাক
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

৭ অক্টোবর ল্যাকমের শেষ আয়োজন ছিল মনীষা জয়সিং আর শ্বেতা বচ্চন নন্দার। তাঁরা এই রাতে নিয়ে এসেছিলেন হাল ফ্যাশনের নানা পোশাক।

মনীষা জয়সিং আর শ্বেতা বচ্চন নন্দার ডিজাইন করা পোশাক
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

মনীষা আর শ্বেতা শোতে স্লিট মিডি, জ্যাকেট, শর্ট ওয়ান পিস, অফ সোল্ডার ফ্রক, লং পালাজ্জোর সঙ্গে জ্যাকেট, ম্যাক্সি গাউন, টিউব আর প্যান্ট, প্যাডেলপুশারের সঙ্গে জ্যাকেটসহ আরও নানা চলতি পোশাক পরিবেশন করেছেন। হালকা সবুজ, গোলাপি, নিয়ন, হলুদ, লালসহ আরও নানা উজ্জ্বল রঙের সমারোহে ল্যাকমের শেষ আয়োজন ছিল জমজমাট।

নীষা আর শ্বেতা শোতে স্লিট মিডি, জ্যাকেটসহ ছিল আরও নানা ধরনের পোশাক
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া