পূজার পোশাক

পূজার পোশাক মানেই নতুন স্টাইল, নতুন ডিজাইন, মনের মতো রংছবি: প্রথম আলো

পুরো বছর যতই পোশাক কেনা হোক না কেন, পূজায় নতুন পোশাক চা–ই চাই। আর পূজার পোশাক মানেই একটু নতুন স্টাইল, নতুন ডিজাইনের হতে হবে। না হলে যেন মন ভরে না। হাজার হোক, উৎসব তো। উৎসবে কে না চায় একটু অন্য রকম পোশাক পরতে?

কিছুটা সাবেকি হলেও আমাদের দেশে উৎসবের পোশাক মানেই পুরুষদের জন্য পাঞ্জাবি আর নারীদের জন্য শাড়ি। পূজাও তার ব্যতিক্রম নয়। তবে পূজার পাঞ্জাবি আর শাড়ি হতে হবে হাল ফ্যাশনের, মনের মতো রঙের, নজরকাড়া নকশার। আর সেগুলো প্রিয় নকশাকারের যদি হয়, তাহলে তো কথাই নেই।

পূজার শাড়ি হতে হবে মনের মতো রঙের, নজরকাড়া নকশার
ছবি: প্রথম আলো

পুরুষদের পোশাকের সঙ্গে এক্সেসরিজ খুব একটা প্রয়োজন হয় না বললেই চলে। কিন্তু নারীদের সেটা প্রয়োজন হয়। শাড়ির রঙের সঙ্গে মানানসই জুতা অবশ্যই থাকতে হবে। থাকতে হবে গয়না। গয়নায় সব সময় বৈচিত্র্য থাকে। ফলে পছন্দমতো গয়না খুঁজে নিতে হবে। আর থাকবে পার্স বা ভ্যানিটি ব্যাগ। সেগুলোও হতে হবে পোশাকের সঙ্গে মানানসই।

এবার পূজার আয়োজনে আসুক ভিন্নতা। নকশায়, রঙে আসুক আভিজাত্য।