বিয়ের জীবন সুখের হয়নি, বিচ্ছেদে মিলেছে মুক্তি: অ্যাডেলে

২০১৬ সালে সাইমন কনেকির সঙ্গে বিয়ের পর থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলে। বিয়ের আগেও বেশ কয়েক বছর প্রেম করেছেন। বিয়ের তিন বছর পর ২০১৯ সালের এপ্রিল মাস থেকে আলাদা থাকছিলেন তাঁরা। কিছুদিন আগে কাগজ-কলমে আলাদা হলেন। এই জুটির আট বছর বয়সী ছেলে অ্যাঞ্জেলো অ্যাডকিনস থাকছে মায়ের সঙ্গে। মায়ের অনুপ্রেরণা সে। এদিকে স্পোর্টস এজেন্ট রিচ পল হয়ে উঠেছেন অ্যাডেলের নয়া প্রেম।

দীর্ঘদিন পর অ্যাডেলে মন খুলে কথা বললেন ব্রিটিশ ভোগ–এর সাংবাদিক গাইলস হ্যাটার্সলের সঙ্গে। এখানেই জানিয়েছেন, সাইমন কনেকির সঙ্গে তাঁর সংসার সুখের ছিল না। বিচ্ছেদের পর মনে হয়েছে, যেন জীবনে ফিরেছেন। তবে ছয় বছর পর মুক্তি পেতে যাওয়া নতুন অ্যালবামকে অ্যাডেলে ভুলেও ‘বিচ্ছেদের গান’ নাম না দিতে অনুরোধ করেছেন। বরং এটাকে তিনি ডাকছেন ‘নতুন করে জীবনে ফেরার গান’ নামে। এই প্রতিবেদনের প্রথম পাঁচটি ছবি তুলেছেন ৬৭ বছর বয়সী মার্কিন ফ্যাশন ফটোগ্রাফার স্টিভেন মেইসেল। তিনি দীর্ঘসময় ধরে মার্কিন ভোগ, ব্রিটিশ ভোগ আর ইতালীয় ভোগ–এর ফটোশুট করেন।

১ / ৭
ওজন ঝরিয়ে ঝরঝরে হয়ে দেখা দিয়েছেন অ্যাডেলে। ছবিতে অ্যাডেলের পোশাকটি এনটুয়েন্টিওয়ান থেকে নেওয়া। আর হাতে যে আংটি দেখতে পাচ্ছেন, সেটা লুই ভুঁইতোর।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
২ / ৭
অ্যাডেলে সার্টফুড ডায়েট অনুসরণ করেছেন। রেড ওয়াইন আর ডার্ক চকলেট খেয়েছেন। এই ছবিতে অ্যাডেলের পোশাক ও হাতের আংটি লুই ভুঁইতোর এবং জুতা নেওয়া হয়েছে ইতালীয় লাক্সারি ফ্যাশন হাউজ ভ্যালেন্তিনো থেকে।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৩ / ৭
অ্যাডেলের ব্যক্তিগত প্রশিক্ষক তাঁকে ওজন ঝরাতে অনুপ্রাণিত করেছেন। এই ছবিতে অ্যাডেলে যে পোশাক পরেছেন, সেটি রাশিয়ান ডিজাইনার হেলেন ইয়ারমার্কের ডিজাইন করা। পায়ের জুতাজোড়া ডিজাইন করেছেন ইতালীয় লাক্সারি ফুটওয়্যার ডিজাইনার জুসেপ্পে জানোত্তি।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৪ / ৭
পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার অ্যাডেলে ২২ কেজি ওজন ঝরিয়ে এখন ৬৩ কেজি। ছবির স্কার্টটি ইতালির মিলানের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার। আর জুতাজোড়া নেওয়া হয়েছে এনটুয়েন্টিওয়ান থেকে।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৫ / ৭
ওজন ঝরাতে দিনে তিনবার ব্যায়াম করতেন অ্যাডেলে। এখানে অ্যাডেলে পরেছেন ডিওরের গাউন।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৬ / ৭
অ্যামি ওয়াইনহাউসকে আইডল মানতেন অ্যাডেলে। তাঁর মৃত্যু ভীষণভাবে আন্দোলিত করেছিল এই শিল্পীকে
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া, ছবিটি তুলেছেন ভোগের আলোকচিত্রী অ্যালাসডাইর ম্যাকলিলান
৭ / ৭
এই ছবি অ্যাডেলের সবচেয়ে প্রিয়। দ্য একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ভবনের কাজ চলছে। নির্মাণাধীন সেই ভবনের ছাদে তোলা ছবিটি। ছবিটি তুলেছেন ৪৭ বছর বয়সী ব্রিটিশ ফটোগ্রাফার অ্যালেসডায়ার ম্যাকলেনটায়ার। এই ফটোগ্রাফার এর আগে অ্যাডেলের ২৫টি অ্যালবামের প্রচ্ছদের ছবি তুলেছেন। পোশাকটির ডিজাইন করেছেন অ্যানা সুই। অ্যাডেলের বয়স তখন মাত্র ২০ বছর। প্রথমবার গ্র্যামির মঞ্চে পা রাখবেন। সেবারও আরেক মার্কিন ডিজাইনার বারবারা টিফাঙ্ককে নিয়ে অ্যাডেলের পোশাক ডিজাইন করেছিলেন তিনি।
ছবি: ব্রিটিশ ভোগের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া