বড়দিনে তারকাদের সাজ

যেকোনো উৎসবে বিশেষভাবে সেজে ওঠেন তারকারা। আর বড়দিন মানে একের ভেতর দুই। ধর্মীয় এই উৎসবের সঙ্গে যোগ হয় পুরোনো বছরকে বিদায় আর নতুনকে স্বাগত জানানোর একটা আয়োজন। তারকারাও বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে উদ্‌যাপনের কোনো ত্রুটি রাখেননি। দেখে নেওয়া যাক তারকাদের সাজসজ্জা।
১ / ২০
এটিই ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল দম্পতির প্রথম বড়দিন। ক্যাটরিনা শুভেচ্ছা বার্তায় লিখেছেন ‘মেরি ক্রিসমাস’। আর ভিকি কৌশলে ‘মেরি’ বানান বদলে দিয়ে লিখেছেন হিন্দীতে। যার মানে দাঁড়ায় ‘তুমি–ই (ক্যাটরিনা) আমার ক্রিসমাস’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২০
প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস আর তাঁদের পোষা কুকুরগুলো উদ্‌যাপন করছে বড়দিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২০
বড়দিন পালন করছে ফ্যাশন উদ্যোক্তা ভিক্টোরিয়া বেকহাম ও ফুটবল তারকা ডেভিড বেকহামের পরিবার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২০
বড়দিনে আয়ুষ্মান খুরানা ও তাঁর পরিবার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২০
বলিউডের আইটেম সং তারকা গহর খান জীবনসঙ্গী জাইদ দরবারকে নিয়ে ক্রিসমাস উদ্‌যাপন করতে গিয়েছেন ইংল্যান্ডের লন্ডন। সেখান থেকে এ রকম ছবি পোস্ট করে জানিয়েছেন, বড়দিন উদ্‌যাপনের জন্য লন্ডনের চেয়ে সেরা কোনো জায়গা নেই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২০
. এ রকম বাঙালি বউয়ের সাজে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা সাই পল্লবী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২০
বিয়ের পর বলিউড তারকা রাজকুমার রাও আর পত্রলেখা পালের এটিই প্রথম ক্রিসমাস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ২০
সন্তানকে নিয়ে ঘরোয়া পরিবেশে বাড়িতে বড়দিন উদ্‌যাপন করেছেন সংগীত তারকা সুনিধি চৌহান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২০
বড়দিনের রাতে পিয়ানো বাজিয়ে সবাইকে চমকে দিয়েছেন ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন। এটিই ছিল তাঁর পক্ষ থেকে বড়দিনের উপহার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২০
চুমকির পোশাকে বলিউডের আইটেম সং তারকা নোরা ফতেহির ক্রিসমাস সাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২০
বড়দিনে ঘুরে বেড়াচ্ছেন সংগীত তারকা শার্লি শেঠিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ২০
ঘরেই বড়দিন বলিউড অভিনেত্রী মিথিলা পলকারের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২০
বলিউড তারকা অঙ্কিতা লোখান্ডে বড়দিনে প্রকাশ করেছেন এই ছবিটি। মনীশ মালহোত্রার ডিজাইন করা এই গাউন তিনি পরেছিলেন নিজের বিয়েতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২০
বলিউড তারকা মালাইকা আরোরাদের বড়দিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২০
বড়দিনে একই পোশাকে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া পরিবার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২০
দক্ষিণি তারকা সামান্থা আক্কানেনি সবাইকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২০
বলিউড তারকা নুসরাত ভারুচা বলেছেন, ‘আসুন, আমরা খুশি হই’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২০
বড়দিনে বলিউড তারকা কারিশমা কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২০
বলিউড তারকা প্রীতি জিনতাদের বড়দিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২০
বলিউড তারকা জেনেলিয়া ডি’সুজা জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম থেকে