চলছে শারদীয় দুর্গাপূজার উৎসব। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামও যেন সেজে উঠেছে দুর্গাপূজার সাজে। তারকাদের দেখা মিলছে মণ্ডপে—শাড়ি, চুরি আর টিপ পরে, চিরায়ত বাঙালিয়ানা সাজে। অনেকে আবার বেছে নিচ্ছেন সালোয়ার কামিজ। এবার এখনো দেখা যায়নি অভিনেত্রী রানি মুখার্জিকে। তবে তিনটি সাজে দেখা দিয়েছেন বোন কাজল। প্রতিবারই আলোচনায় থাকে এই দুজনের পুজোর সাজ–পোশাক। এর ভেতর সপ্তমীতে লাল শাড়ি (ডিপ রেডিশ পিঙ্ক) পরা কাজল রীতিমতো ছেয়ে গেছেন ইন্টারনেটে। অবশ্য এর একটা কারণ আছে। দীর্ঘদিন পর মণ্ডপে দেখা কাকার সঙ্গে। কাকাকে জড়িয়ে ধরে কাজলের কান্না দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এর আগে দুই বোন ও বলিউড তারকা কাজল আর রানি মুখার্জির নীরব দীর্ঘ ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এই দুর্গাপূজার মণ্ডপেই। এক নজরে দেখে নেওয়া যাক, এবারে তারকাদের সপ্তমী আর অষ্টমীর পূজার ভিন্ন ভিন্ন সাজ!
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯