মাঝবসন্তে ল্যাকমের ফ্যাশন আয়োজন

ল্যাকমে ফ্যাশন উইকের ফাইল ফটো

শীত বিদায় নিয়েছে। বসন্ত মাঝামাঝি অবস্থায়। এরই মধ্যে গরমের দাপট শুরু হয়ে গেছে। গরমে চাই হালকা আর আরামদায়ক পোশাক। আর তার সঙ্গে যোগ হয় ফ্যাশনের নতুন ধারা। প্রতিবছরের মতো এবারও আয়োজিত হচ্ছে ‘ল্যাকমে ফ্যাশন উইক’। ১৬ থেকে ২১ মার্চ—ছয় দিন এ ফ্যাশন উৎসব অনুষ্ঠিত হবে। ফ্যাশন ডিজাইনারদের সৃষ্টিকর্মে মুখর থাকবে দিনগুলো। উদ্‌যাপনে সৃষ্টি হবে গ্রীষ্মকালীন ফ্যাশনের নতুন ধারা।

ল্যাকমে ফ্যাশন উইকের ফাইল ফটো

১৬ মার্চ ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার (এফডিসিআই) আয়োজনে অনুষ্ঠিতব্য ল্যাকমে ফ্যাশন উইকের পর্দা উঠবে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার উপস্থাপনায়। করোনার কারণে গতবারের মতো এবারও ডিজিটাল আঙিনায় ল্যাকমে ফ্যাশন উইক উদ্‌যাপন করা হবে। এরপর নামী ও নতুন ডিজাইনাররা তাঁদের সৃজনসম্ভার তুলে ধরবেন এ মঞ্চে।

প্রথম দিনের সূচনা হবে নতুনের কেতন উড়িয়ে। আইএনআইএফডি এ মঞ্চের সঙ্গে পরিচয় করাবে একঝাঁক নবীন ডিজাইনারের। পায়েল প্রতাপ, রীতু কুমার, পারস-শালিনী, শান্তনু-নিখিল, মাসাবা, গৌরী-নীহারিকা, অর্পিতা মেহেতা, পঙ্কজ-নিধি, রাহুল দাশগুপ্তসহ আরও অনেক নামী ডিজাইনার এ আসরে হাজির থাকবেন। তবে শেষ দিনে আসর কে মাতাবেন, তা এখনো জানাননি আয়োজকেরা। সব মিলিয়ে এবারও ল্যাকমের আয়োজন জমজমাট হবে, তা বলার অপেক্ষা রাখে না।