যেমন ফ্যাশন দেখা গেল প্যারিস ফ্যাশন উইকে

প্রতিবছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে ফ্যাশন দুনিয়া থাকে উৎসবমুখর। মূলত এই দুই মাসেই অনুষ্ঠিত হয় নিউইয়র্ক, লন্ডন, প্যারিস আর মিলান ফ্যাশন উইক। ৬ অক্টোবর শেষ হলো বিশ্বের সেরা চার ফ্যাশন উইকের একটি ‘প্যারিস ফ্যাশন উইক’। আর সেটি শেষ হতে না হতেই ৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে পড়ে গেছে সাজ সাজ রব। ১০ অক্টোবর পর্যন্ত চলবে ল্যাকমে ফ্যাশন উইক। প্যারিসে সদ্য শেষ হওয়া ফ্যাশনের এই উৎসবের পর্যালোচনা করেছে বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী। মেরি ডায়েরি, ভোগ আর পেইজ সিক্স আলাদা করে জানিয়েছে এবারের প্যারিস ফ্যাশন উইকে তাদের পছন্দের পোশাক–আশাক। এই পোশাকগুলোই আগামী বছরে দাপটের সঙ্গে জায়গা করে নিতে পারে ‘হাই ক্লাস’ ফ্যাশন দুনিয়ায়।
১ / ১৮
প্যারিস ফ্যাশন উইকে প্রশংসিত হয়েছে অস্ট্রিয়ার তরুণ ডিজাইনার কেনেথ ইজের কাজ। তিনি কৃষ্ণাঙ্গদের স্ট্রিট ফ্যাশন নিয়ে একটি সংগ্রহ দেখান। সেটি ব্যাপক সাড়া ফেলে। পোষা প্রাণীরাও অংশ নিয়েছে এই ফটোশুটে। মানুষের সঙ্গে প্রাণীদের সহাবস্থান আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উদ্‌যাপন করতেই এই আয়োজন
ছবি: কেনেথ ইজের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ১৮
তাঁরা দুজন গায়ে যেটা পরেছেন, সেটি জ্যাকেট। জ্যাকেটের ওপর শহরের ক্ষুদ্র ছবি। রয়েছে প্যারিসের নটর ডেম আর আইফেল টাওয়ার। এই জ্যাকেটের ডিজাইন করেছেন লুই ভুঁইতো
ছবি: লুই ভুঁইতোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৩ / ১৮
পেছনে আইফেল টাওয়ার। সামনে জীবনসঙ্গী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে নিয়ে শো শেষে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ১৮
সমাদৃত হয়েছে অভিজাত লুকও। মজার ব্যাপার হচ্ছে এবার অভিজাত লুকের ফটোশুট হয়েছে রাস্তায়। আর স্ট্রিট ফ্যাশনকে নিয়ে যাওয়া হয়েছে হলরুমে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ১৮
এবার ৪৪ জন ডিজাইনার মিলে ৪৪টি পোশাকের মাধ্যমে সম্মান জানিয়েছেন ইসরায়েলি ফ্যাশন ডিজাইনার অ্যালবার এলবাজকে। তাঁর ডিজাইনের অনুপ্রেরণা থেকে তৈরি একটি পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ১৮
ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা সিনথিয়া এরিভোর পরনে লুই ভুঁইতোর পোশাক
ছবি: লুই ভুঁইতোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৭ / ১৮
‘আর্কিটেকচার মিটস ফ্যাশন’ নামে একটি বিশেষ নিরীক্ষামূলক শো ছিল। আর এর প্রায় প্রতিটি পোশাকই ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে মার্কিন র‌্যাপার ও মডেল কার্ডি বি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৮ / ১৮
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্তিনোর সংগ্রহও পছন্দ করেছেন ফ্যাশন দুনিয়ার রথী–মহারথীরা
ছবি: ভ্যালেন্তিনোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
৯ / ১৮
প্যারিসের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড কোচির ‘সামার টোয়েন্টি টু’র সংগ্রহও সমাদৃত হয়েছে প্যারিস ফ্যাশন উইকে। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ‘ইউনিসেক্স’ (নারী ও পুরুষ উভয়ই পরতে পারে এমন পোশাক) পোশাকের ওপর
ছবি: কোচির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১০ / ১৮
প্যারিসের আরেক ব্র্যান্ড মিউ মিউয়ের বসন্ত সংগ্রহেও ইউনিসেক্স আর টেকসই পোশাকের দাপট
ছবি: মিউ মিউয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১১ / ১৮
ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছর দাপটের সঙ্গে বিশ্ব ফ্যাশনে জায়গা করে নেবে কুরুশের কাজ করা পোশাক আর ব্যাগ। বেশ কিছু ফ্যাশন প্রদর্শনীতে আলাদা করে গুরুত্ব পেয়েছে উলের পোশাক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১২ / ১৮
রাস্তা খালি করে চলেছে ফটোশুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৩ / ১৮
ডেনিম নিয়ে নিরীক্ষার শেষ নেই
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৪ / ১৮
স্যুট–প্যান্টে এসেছে নতুন নতুন ডিজাইন
ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৫ / ১৮
‘টাইগার প্রিন্ট’ নিয়ে নিরীক্ষার শেষ নেই। সামনের বছরের ‘হাই ক্লাস’ ফ্যাশনেও দাপট থাকবে এই ছাপার নতুন নতুন সংগ্রহের
ছবি: কোকোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৬ / ১৮
নতুন ধরনের কোট–প্যান্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৭ / ১৮
প্রতিবছরের মতো গিম্বাতিস্তা ভ্যালি, গিভেঞ্চি, ল্যানভিন, ভ্যালেন্সিয়াগা, হার্মেস, নিনা রিচিদের পোশাক হয়েছে সমাদৃত
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৮ / ১৮
ইসাবেল মারান্ট, রাফ সাইমন্স, রিক ওয়েন্স, বালমেইন, লংচ্যাম্প, ক্রিস্টিয়ান ডিওরের পোশাকগুলোও নজর কেড়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া