রুহানিয়াতে শুভ সূচনা ডিজিটাল আসরের

মনীশ মালহোত্রার রুহানিয়াত কালেকশনে মডেল। এই সংগ্রহ দিয়ে শুভ সুচনা হয়েছে ল্যাকমে ফ্যাশন উইকের ডিজিটাল আসরেরছবি: মনীশ মালহোত্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল
মনীশের রুহানিয়াতে কার্তিক আরিয়ান
ছবি: মনীশ মালহোত্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রতিবছর সারা বিশ্বের ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর জমকালো আসরের। নতুন কাপড়ের গন্ধ, নতুন নকশা, নানা ধরনের পোশাক, নামী-অনামী ডিজাইনারদের সম্ভার, র‍্যাম্পজুড়ে সুপার মডেল তথা বিটাউন তারকাদের দ্যুতি—সব মিলিয়ে জমজমাট থাকে ল্যাকমে ফ্যাশন উৎসব।

ল্যাকমে ফ্যাশন উইক ২০২০-এর আসর ২০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২৫ অক্টোবর। অথচ অন্যবারের মতো এবার নেই সেই সরগরম আবহ। করোনার কারণে প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হবে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে। সবার উপস্থিতিও তাই হবে ডিজিটালি।

রুহানিয়াত
ছবি: মনীশ মালহোত্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল

২০ অক্টোবরে সন্ধ্যায় ডিজাইনার মনীশ মালহোত্রার রুহানিয়াতে সবার মন ভরে গেল। এই সংগ্রহের উপস্থাপনার মধ্যে দিয়ে পর্দা উঠল ল্যাকমে ফ্যাশন উইকের। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ভার্চ্যুয়াল রানওয়েতে পা মিলিয়েছেন মনীশ মালহোত্রার পোশাকে। মনীশ এই সংগ্রহ তৈরি করেছেন বিখ্যাত অভিনয়ব্যক্তিত্ব শাবানা আজমীর বাবা প্রয়াত উর্দু কবি কায়ফি আজমি প্রতিষ্ঠিত মিজওয়াঁ ফাউন্ডেশনের সঙ্গে। কারণ এই প্রতিষ্ঠানের অনবদ্য সূচিককর্মে মনীশের সংগ্রহ পেয়েছে অন্যতর মাত্রা। এই শো থেকে সংগৃহীত অর্থ যাবে মিজওয়াঁ ফাউন্ডেশনে। শুরুতে সেসবই বলেছেন মনীশ। এমনকি বিস্তারিত বর্ণনা দিয়েছেন শাবানা আজমি স্বয়ং।

প্রতিবারের মতো এবারও নামীদামি ডিজাইনাররা আগামীর ফ্যাশন ট্রেন্ড নিয়ে উপস্থিত হবেন। আর বাসায় বসে সাক্ষী হওয়া যাবে ল্যাকমের এই অভিনব আয়োজনের। ল্যাকমে ফ্যাশন উৎসবের প্রথম দিন ডিজাইনাররা পরিচয় করাবেন টেকসই ফ্যাশনের আগামী ধারার সঙ্গে।

রুহানিয়াত
ছবি: মনীশ মালহোত্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রতিবারের মতো এবারও নবাগত ডিজাইনারদের আহ্বান জানিয়ে এই ফ্যাশন উৎসবের শুভ সূচনা হবে। এরপর গৌরাঙ্গ শাহ, রাজেশ প্রতাপ সিং, উর্বশী কাউর, পায়েল খান্ডেলওয়াল, আব্রাহাম অ্যান্ড ঠাকরে প্রদর্শন করবেন সাসটেইনেবল ফ্যাশনের নতুন এবং ব্যতিক্রমী সৃজননৈপুণ্য।

পাঁচ দিনের এই ডিজিটাল আসরে অমিত আগরওয়াল, মাসাবা, অমিত ওয়াধা, পঙ্কজ-নিধি, জয়ন্তী রেড্ডি, অনুশ্রী রেড্ডি, কুনাল রাওয়াল, পুনিত বালানাসহ আরও নামজাদা ডিজাইনাররা হাজির থাকবেন। ল্যাকমের ফ্যাশন উৎসবের শেষ আয়োজনে আছেন রিমঝিম দাদু এবং সাক্ষা-কিন্নি। এই তিন তরুণী ডিজাইনারের সাবেকি পোশাক উৎসবের শেষ রাত আরও আলোকিত করবে।