লালগালিচায় বৈচিত্র্যময় শাড়ির মেলা

একসময় বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড লিখে গুগল করলেও তেমন কিছু খুঁজে পাওয়া যেত না। প্রতিবেশী দেশেরই দখল ছিল ফ্যাশনবাজারে। আর হাই ফ্যাশন মানেই ছিল পাশ্চাত্যের দোর্দন্ড প্রতাপ। সেখান থেকে বেরিয়ে এখন ধীরে ধীরে কেবল ফ্যাশনের ব্র্যান্ড নয়, বিউটি আর জুয়েলারির ক্ষেত্রেও বাংলাদেশ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর আন্তর্জাতিক ফ্যাশনের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছে। ক্রেতার সঙ্গে পরামর্শ করে বানিয়ে দিচ্ছে ডিজাইনারস ড্রেস। মেরিল–প্রথম আলো পুরস্কারের সর্বশেষ আয়োজনের লালগালিচায়ও তার প্রতিফলন দেখা গেল। লালগালিচায় হাঁটা নারী তারকাদের অর্ধেকের বেশির পরনে ছিল শাড়ি। আর সেসব শাড়ির বেশির ভাগই আবার দেশি ঐতিহ্যবাহী জামদানি। জামদানি ছাড়া নানান নকশার, নানান কাপড়ে বিভিন্ন প্যাটার্নের শাড়ি। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে উপমহাদেশের নারীর নিজস্ব পোশাক শাড়ি। শাড়ির নিজস্বতার দাবিতে বাংলাদেশ থাকবে সবার চেয়ে এগিয়ে। চোখ বুলিয়ে নেওয়া যাক লালগালিচার ভিন্নধর্মী সব শাড়িতে।
১ / ১০
ভেজিটেবল ডাইয়ের শাড়িতে সংগীত তারকা সায়ন্তনী ত্বিষা। খেয়াল করলে দেখবেন, তাঁর চুলের রঙের সঙ্গে মিলেছে শাড়ির পাড় আর আঁচলের রং।
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১০
সাবিলা নূরের সাদা জর্জেটের শাড়িতে এমব্রয়ডারি আর কারচুপির কাজ
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১০
সাদা মসলিনের শাড়িতে মডেল মুন রহমান স্বর্ণা
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
সংগীত তারকা সামিনা চৌধুরী হাজির কালো শাড়িতে
ছবি: খালেদ সরকার
৫ / ১০
স্নিগ্ধ বেশে আরেক সংগীত তারকা সানজিদা মাহমুদ নন্দিতা
ছবি: খালেদ সরকার
৬ / ১০
শাড়িতে পারসোনার কর্ণধার ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আত্মবিশ্বাস তাঁর অন্যতম অলংকার
ছবি: কবির হোসেন
৭ / ১০
নায়িকা নিপুণও এসেছেন শাড়িতে
ছবি: কবির হোসেন
৮ / ১০
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা হাজির হয়েছেন বিভিন্ন রঙের জরি আর সিকুইনের কাজ করা জর্জেট শাড়িতে। শাড়িটির ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার রিতু কুমার
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
মৌসুমি হামিদ হাজির হয়েছেন ডার্ক কফিরঙা শ্যাফল জর্জেট শাড়িতে
ছবি: কবির হোসেন
১০ / ১০
পাউডার ব্লুরঙা চুমকির কাজের জর্জেট শাড়িতে সুমাইয়া শিমু
ছবি: কবির হোসেন