ঘরে বসে কেনাকাটা চলুক 'ফ্যাশন আয়োজন' এ

ফ্যাশন আয়োজনের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে (বা থেকে) বিপ্লব ঘোষ রাহুল, জাবেদ সুলতান, সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, আমিনুর রহমান ও সাজ্জাদ শরিফ
ফ্যাশন আয়োজনের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে (বা থেকে) বিপ্লব ঘোষ রাহুল, জাবেদ সুলতান, সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, আমিনুর রহমান ও সাজ্জাদ শরিফ


ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের নির্বাচিত পণ্য থাকছে একসঙ্গে, কেনা যাবে অনলাইনে। 'ঘরে বসে নিরাপদে কেনাকাটা' স্লোগানে প্রথম আলো ডটকমের আয়োজনে শুরু হলো 'ফ্যাশন আয়োজন'। ayojon.prothomalo.com–এই ঠিকানায় কেনাকাটার এই পসরা চলবে ২৫ জুলাই পর্যন্ত। প্রথম আলোর ফেসবুক পেজ থেকে ও ম্যাসেঞ্জার বটের মাধ্যমে কেনাকাটা করা যাবে।
ফ্যাশন আয়োজনে অংশ নিচ্ছে ৪৪টি প্রতিষ্ঠান। তাদের বাছাইকরা পোশাক, গয়না, জুতা, ব্যাগ, হাতঘড়ি, সাজগোজ ও ডিজাইনার মাস্কের মতো সাড়ে চার হাজারের বেশি পণ্য থাকছে এই অনলাইন আয়াজনে। বেশিরভাগ পণ্যেই থাকছে বিশেষ ছাড়। কেনা পণ্যের হোম ডেলিভারি সুবিধা থাকছে দেশের যেকোনো জায়গায়।

ফ্যাশন আয়োজনের কারিগরি সহযোগী ডটলাইনস বাংলাদেশ লিমিটেড আর লজিস্টিক ও সার্ভিস পার্টনার ই-কুরিয়ার লিমিটেড। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে ফ্যাশন আয়োজন নিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ডটলাইনস বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল সার্ভিস টেক অপারেশনস এর প্রধান সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, ই-কুরিয়ার লিমিটেড থেকে ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব ঘোষ রাহুল, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস জাবেদ সুলতান ও উপব্যবস্থাপক আমিনুর রহমান।