স্টাইলিশ মিম

চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল মিম। অবসরে গান শোনেন, সিনেমা দেখেন। প্যান্ট, টপ পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। খেতে ভালোবাসেন
আজকাল স্কার্ট ভালো লাগছে মিমের। ছবি: কবির হোসেন
আজকাল স্কার্ট ভালো লাগছে মিমের। ছবি: কবির হোসেন

হালকা মেকআপ। চুলের নিচের অংশ কোঁকড়া করা। একই মেকআপে ভিন্নধর্মী পোশাকগুলো পরে হাজির হলেন ক্যামেরার সামনে। একই চেহারা বদলে যাচ্ছিল ক্ষণে ক্ষণে। পোশাকের কারণে নয় বরং মিমের জন্যই যেন পোশাকগুলো হয়ে উঠেছে স্টাইলিশ। পেশাগত কারণে সব সময়ই লুক, স্টাইল বদলে ফেলতে হয়। কিন্তু ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম নিরীক্ষাধর্মী ফ্যাশন পছন্দ করেন। ফটোশুটের সময় বেছে নেওয়া পোশাকগুলোই বলে দিচ্ছে সেই কথা। নাটক বা ছবির শুটিং না থাকলে প্যান্ট, টপ ও ফতুয়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফতুয়ার বেলায় একটু আঁটসাঁট ভাব পছন্দ করেন। অন্য সব পোশাকে একটু ঢিলেঢালা ভাবটাই রাখতে চান।

ভিন্ন সাজে ভিন্ন ঢঙে
ভিন্ন সাজে ভিন্ন ঢঙে

‘স্টাইল বলতে আমি বুঝি আমার নিজের যেটা পরে ভালো লাগে। যেটা আরামদায়ক সেটাই স্টাইল। আমি পোশাক বেছে নিই জায়গা বুঝে। ছিমছাম থাকতে পছন্দ করি। কাজ ছাড়া পোশাক ও সাজে কোনো বাহুল্য থাকে না। চুলটা বেশির ভাগ সময় খোলাই থাকে। প্রতিদিন এত মেকআপ করি যে সাধারণ সময়ে মেকআপ করতে ইচ্ছে করে না। কিন্তু পারিবারিক অনুষ্ঠানে বা কোনো উপলক্ষ থাকলে সাজতে ভালো লাগে।’ নিজস্ব স্টাইলটা এভাবেই ব্যাখ্যা করলেন মিম। চলতি ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করতে পছন্দ করেন। কখনো বদলে যায় না, এমন ট্রেন্ডও স্টাইলের মধ্যে আছেন। পোশাকের মধ্যে ভারী কাজ থাকলে সেটা গলার আশপাশেই রাখতে চান। চলতি ট্রেন্ডের মধ্যে স্কার্ট, জিনস ভালো লাগছে। এখন ছেঁড়া জিনস চলছে। ফটোশুটের জন্য সে রকমই একটা পরে ফেললেন। পোশাকটা স্টাইলিশ কিন্তু আরামদায়ক নয়, এমন হলে সেটি না পরার সিদ্ধান্ত নেন।

প্যান্ট, টপ পছন্দ করেন
প্যান্ট, টপ পছন্দ করেন

কেনাকাটা করতে পছন্দ করেন? প্রশ্নটি শুনেই চেহারা উজ্জ্বল হয়ে উঠল মিমের। উত্তর দেওয়ার আগেই উত্তর বোঝা গেল। জানালেন, প্রচুর কেনাকাটা করেন। ছোট বোনের কাছ থেকে ‘শপাহোলিক’ হিসেবে উপাধিটিও পেয়ে গেছেন। তবে দেখা যায়, জিনিস যতটা কিনে নিয়ে আসেন, ততটা পরা হয় না। অনেক পোশাক আছে কিনে রেখেছেন কিন্তু পরা হয়নি। পছন্দের ব্র্যান্ড আছে বেশ কিছু। জুতা পছন্দ করেন আলডো ও ডিওর ব্র্যান্ডের। পোশাকের ব্র্যান্ড তালিকায় এগিয়ে আছে বেবে, শ্যানেল ও ডিওর। বনিয়া ও গুচি ব্র্যান্ডের ব্যাগ পছন্দ করেন। পারফিউম ভালোবাসেন অসম্ভব। প্রায় সব ব্র্যান্ডের সুগন্ধি সংগ্রহে রাখতে চান। তবে বেশি পছন্দ হালকা ধরনের সুগন্ধি। গুচি ও ডিওর সবচেয়ে ভালো লাগে বলে জানান মিম।
লম্বা চেনের মধ্যে একটু ভিন্ন নকশার অলংকার পছন্দ করেন। একটু ভিন্ন ধরনের গয়না দেখলেই কিনে ফেলেন। ঐতিহ্যবাহী গয়না ও পোশাক খুব একটা পরা হয় না তাঁর। সাজের সময় বেশি প্রাধান্য দেন চোখের সাজের ওপর। সাদা, গোলাপি ও বেগুনি রং পছন্দ বেশি। পূজা ও পয়লা বৈশাখেই মূলত শাড়ি পরা হয়। পূজার সময় পরিবারের সঙ্গে পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন।
বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসেন। কিন্তু ডায়েটের কারণে এখন অনেক কিছুই খেতে পারেন না। ডোনাট, আইসক্রিম, পেস্ট্রি, পাস্তা, পিৎজা পছন্দ। অন্য সব খাবার এড়িয়ে যেতে পারলেও আইসক্রিমটাকে পারেন না। ফিটনেস ঠিক রাখতে সময় পেলেই জিম করেন।

চলতি ট্রেন্ড থেকে বেছে নিয়েছেন ছেঁড়া জিনস
চলতি ট্রেন্ড থেকে বেছে নিয়েছেন ছেঁড়া জিনস
সালোয়ার–কামিজও পরা হয়
সালোয়ার–কামিজও পরা হয়
পূজা ও পয়লা বৈশাখেই শাড়ি পরা হয়
পূজা ও পয়লা বৈশাখেই শাড়ি পরা হয়