স্যুটের ফ্যাব্রিক প্যাটার্ন

পিনস্ট্রাইপ কোট
ছবি: টুবারোনেস, পেকজেলসডট

ফ্যাব্রিক প্যাটার্ন সম্পর্কে আমরা তেমন করে জানি না। স্যুট-প্যান্ট বা শার্টের কাপড় কিনতে গেলে সব সময় একরঙা কাপড় কিনতেই তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ, বেশির ভাগ ছেলেরাই ভাবেন, এতে মিক্স ও ম্যাচ করা সহজ; আর প্যাটার্নড ফ্যাব্রিকে তা কঠিন ও ঝুঁকিপূর্ণ। ধারণাটি একদম ভুল। একরঙা কাপড়ের একঘেয়েমি এড়াতে প্যাটার্নড ফ্যাব্রিকের কোনো বিকল্প নেই। প্যাটার্ন কাপড় কেনার সময় এর সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি, কারণ, এটি লুক ও ব্যক্তিত্বে বেশ বড় একটি প্রভাব ফেলতে পারে। চলুন কিছু স্যুট প্যাটার্ন সম্পর্কে জেনে নেওয়া যাক।

পিনস্ট্রাইপ
বিজনেস স্যুটের জন্য এটি খুব ঐতিহ্যবাহী প্যাটার্ন। পিনস্ট্রাইপ খুব সরু হয়ে থাকে। সাধারণত এক রঙের কাপড়ের ওপর সাদা অথবা ধূসর রঙের লাইন দিয়ে স্ট্রাইপ করা হয়। ওপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি থাকে এটি। স্যুট ও শার্টে এ প্যাটার্ন দেখা যায় বেশি। যাঁরা গঠনে খাটো ও মোটা, তাঁদের পিনস্ট্রাইপের প্যাটার্নের পোশাকে লম্বা ও চিকন দেখায়।

চক স্ট্রাইপ
পিনস্ট্রাইপেরই আরেকটি ধরন হলো ‘চক স্ট্রাইপ’। লম্বালম্বি হলেও এর লাইনগুলো বেশ মোটা ও ফাঁকা ফাঁকা হয়ে থাকে। সেমি ফরমাল স্যুটে এই প্যাটার্ন বেশি দেখা যায়। যাঁদের গঠন চিকন, তাঁদের জন্য এটি বেশ ভালো।

প্রতীকী ছবি
ছবি: এমরে কেশাভাপজ, পেকজেলসডটম

সেলফ স্ট্রাইপ
এ স্ট্রাইপ কাপড়ের রঙেই হয়ে থাকে। তবে আরও সূক্ষ্ম। কাপড় বোনার সময় এ প্যাটার্ন তৈরি করা হয়। ফরমাল অনুষ্ঠানের স্যুট ও প্যান্টে এ ফ্যাব্রিক প্যাটার্ন ব্যবহার করা যায়।

ক্রসহ্যাচ
এক রঙের কাপড়ে এটি দেখা যায়। দেখলে মনে হয়, কাপড়ের ওপর আড়াআড়ি বা লম্বালম্বি কিংবা সমান্তরালভাবে ব্রাশের হালকা রেখা টানা হয়েছে। একসময় ক্ল্যাসিক ধূসর বা চারকোল স্যুটে প্যাটার্নটি বেশি দেখা যেত। এখন অন্য অনেক রঙের স্যুটের পাশাপাশি ডেনিম ফ্যাব্রিকেও ক্রসহ্যাচ প্যাটার্ন পাওয়া যাচ্ছে।

হেরিংবোন
এটি খুবই ক্যাজুয়াল একটি প্যাটার্ন। ভারী উল বা টুইডের মতো ঘন বুননের কাপড়ে এটি দেখা যায়। ভি শেপের কন্ট্রাস্টিং এ প্যাটার্ন দেখতে হেরিং মাছের কাঁটার মতো। তাই এ প্যাটার্নকে হেরিং বোন বলা হয়। এটি ক্যাজুয়াল স্যুট ও স্পোর্টস জ্যাকেটে বেশি ব্যবহৃত হয়। এ প্যাটার্নের কোট বা জ্যাকেট জিনসের সঙ্গে ভালো মানায়

হেরিংবোন প্যাটার্ন
ছবি: উইকিপিডিয়া

বার্লিকর্ন
গরম ও আরামদায়ক ভারী টুইড কাপড়ে বার্লিকর্ন বেশি ব্যবহৃত হয়। এ প্যাটার্নের কাপড়ের বুনন খুব ঘন ও মজবুত। এটি ছোট গোল বা ওভাল শেপের হয়ে থাকে। যেসব স্পোর্টস জ্যাকেট, হ্যাট বা ব্যাগ টুইড কাপড়ে তৈরি, সেগুলোয় এ প্যাটার্ন দেখা যায়।

বার্ডস আই ও নেইলহেড
প্রায় বার্লিকর্নের মতো দেখতে এ প্যাটার্ন দুটি খুব সূক্ষ্ম বুননের হালকা কাপড়ে দেখা যায়। বার্ডস আই ছোট গোলাকার আর নেইলহেড ছোট চারকোনা শেপ। দূর থেকে এ প্যাটার্নের কাপড়গুলোকে সলিড কালারের মনে হয় কিন্তু কাছে গেলে ক্ষুদ্র টেক্সার ডটগুলো স্পষ্ট হয়ে ওঠে। তাই এ প্যাটার্নের কাপড় ফরমাল স্যুট বানানোর জন্য বেশ ভালো।