হাজার টাকার নিচে পাঞ্জাবি!

কোরবানির পশু কেনার কথা ভেবে কমিয়ে এনেছেন ঈদ-পোশাকের বাজেট? খরচের লাগাম টানতে ছাড় দিচ্ছেন নতুন পোশাক কেনায়? যদি ভেবে থাকেন নতুন পাঞ্জাবি কেনা মানে হাজার হাজার টাকার খরচা, তাহলে ভুল করবেন। এক হাজার টাকার নিচেই পাওয়া যাচ্ছে চমৎকার পাঞ্জাবি। দাম কম হলেও মান কিন্তু খারাপ না। চলতি ধারায় তৈরি এসব পাঞ্জাবির কাপড় ও নকশায় থাকছে ঈদ-ভাবনা। ঈদের আগে তাই এবার একটা নতুন পাঞ্জাবি কিনতেই পারেন। রাজধানীর আজিজ সুপার মার্কেটের অনেক দোকানেই আছে ৫০০ টাকা থেকে এক হাজারের কমে পাঞ্জাবি। আজিজ সুপার মার্কেটের দোকান বালুচরের স্বত্বাধিকারী ও ডিজাইনার শাহিন চৌধুরী বলেন, ‘এই ঈদে সবাই পাঞ্জাবির জন্য কম বাজেট রাখেন। এই মার্কেটে এলেই তাঁরা সহজে হাজার টাকার কমে পাঞ্জাবি পেয়ে যাবেন। ক্রেতাদের কথা ভেবে বিশেষ ছাড়ে অনেক দোকানেই পাঞ্জাবি বিক্রি করছে।’
এবারে তেমনই কিছু পাঞ্জাবির খোঁজ থাকছে শুধু প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য।

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

সুতি কাপড়ের এই গাঢ় নীল পাঞ্জাবিতে ফুলেল নকশা করা। কলার প্লেটের নিচের দিকে হলুদ রঙের কনট্রাস্ট সেমি-লং পাঞ্জাবিটা পাওয়া যাবে বালুচরে। দাম ৯৯০ টাকা এবং জ্যামিতিক নকশার এই পাঞ্জাবির কাপড় রিমি কটনের। সাদা ও পেস্ট রঙের সমন্বয়ে তৈরি পাঞ্জাবির কলার ও বাটন প্লেটে সবুজ কাপড়ে আনা হয়েছে বৈপরীত্য। বালুচরের এই পাঞ্জাবির দাম ৮৯০ টাকা। মডেল: মেহেদি ও শাকিল রাজা

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

টাইডাই নকশা করা স্ট্রাইপ সেমি-লং পাঞ্জাবি। প্লেন কাট, নীল ও বাদামি রঙের সমন্বয়ে তৈরি এই পাঞ্জাবিটা পাবেন বালুচরে। দাম পড়বে ৯৯৫ টাকা। মডেল: শাকিল

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

লেবুরঙা রিমি কটনের একরঙা এই পাঞ্জাবিতে বৈপরীত্য কলার ও বাটন প্লেটে। সেখানে ব্যবহার করা হয়েছে প্রিন্টের কাপড়। সেমি-লং স্লিম ফিট বালুচরের এই পাঞ্জাবির দাম ৯৯৫ টাকা। মডেল: মেহেদি

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

তাঁতে বোনা সুতি কাপড়ের লাল-মেরুণের বড় চেকের পাঞ্জাবি। লম্বা কাটে স্লিম ফিট কাপড়-ই বাংলার এই পাঞ্জাবির দাম ৯৫০ টাকা। অন্যদিকে, স্ট্রাইপ ও তিরা নকশার সাদা পাঞ্জাবির কাপড় সুতি। লম্বা ও স্লিম ফিট কাটের পাঞ্জাবির কলার এবং হাতায় পাইপিং করা হয়েছে নীল কাপড়। কাপড়-ই বাংলায় এই পাঞ্জাবি ঈদের আগে কিনলে পাবেন ৯৯৯ টাকায়। মডেল: মেহেদি ও শাকিল

ছবি: সমুন ইউসুফ
ছবি: সমুন ইউসুফ

তাঁতের সুতি কাপড়ের ওপরে ব্লক করা হয়েছে। অ্যাশ কালারের এই পাঞ্জাবিতে সবুজ ডাবি নকশা করা হয়েছে। সেমি-লং এই পাঞ্জাবির দাম পড়বে ৯৫০ টাকা। পাওয়া যাবে কাপড়-ই বাংলায়। মডেল: মেহেদি

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

মেরুন ও ফিরোজা রঙের এই দুটি পাঞ্জাবির সারা জমিনে স্ক্রিন প্রিন্টের কাজ। কলার ও বাটন প্লেটে অ্যাম্ব্রয়ডারি করা। দাম ৯৯৫ টাকা, পাওয়া যাবে রেইন-এ। মডেল: শাকিল ও মেহেদি

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

বেগুনি রঙের সুতি কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্টের নকশা করা। কলার ও বাটন প্লেটে অ্যাম্ব্রয়ডারির কাজ। সেমি-লং এই পাঞ্জাবির দাম ৯৯৫ টাকা। পাওয়া যাবে রেইন-এ। মডেল: শাকিল

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

লিনেন কাপড়ে কলকা প্রিন্ট করা এই পাঞ্জাবির জমিনে সাদা রং। লাল, নীল ও কালো রঙে করা কলকা নকশা। পাঞ্জাবিটা পাওয়া যাবে ব্লেজে, ঈদ উপলক্ষে দাম ৯৯০ টাকা। মডেল: শাকিল

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

জিনস কাপড়ের সেমি-লং পাঞ্জাবি। ফুলেল মোটিফে করা হয়েছে নকশা। ব্লেজের এই পাঞ্জাবির দাম পড়বে ৯৯৫ টাকা। মডেল: মেহেদি

এ ছাড়া যেখানে পাবেন: ওপরের দোকানগুলো ছাড়াও আজিজ সুপার মার্কেটের আরও অনেক দোকানে আছে এক হাজার টাকার কমে পাঞ্জাবি। এর মধ্যে দেশাল, ব্যতিক্রম, মেঠো পথ, রঙিন ফুল, সিমা, আর্ট ডট এক্স, কারেন্ট, বুমসহ বিভিন্ন দোকানে। এসব দোকানে ৫০০ টাকা থেকে ৯৯০ টাকার মধ্যেই পাবেন অনেক পাঞ্জাবি।