আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপ–উপাচার্য মো. আবদুর রহমান
ছবি: সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী গ্লোবাল কারিকুলামে অধ্যয়নের সুযোগ দিই। আমাদের চার অনুষদের (প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন এবং কলা ও সামাজিক বিজ্ঞান) বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম দেশীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দক্ষতা ও মান উন্নয়নের জন্য আধুনিক আউটকাম বেজড এডুকেশনের ওপর আমরা জোর দিই। দীর্ঘ ৩০ বছরের পথচলায় এআইইউবি এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি স্নাতককে ডিগ্রি দিয়েছে, যাঁরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।

আমি নিজেও এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ২০০২ সালে শিক্ষক হিসেবে যোগ দিই। বাংলাদেশে আমিই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিজ বিশ্ববিদ্যালয়েই উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছি।

দশ বছরের পরিকল্পনা

র‍্যাঙ্কিং, পাঠ্যক্রম, অ্যালামনাইদের যুক্ত করা, আন্তর্জাতিকীকরণ, অ্যাক্রেডিটেশন, কোয়ালিটি অ্যাস্যুরেন্স এবং গবেষণার উন্নতির জন্য এআইইউবি ১০ বছরের কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে র‍্যাঙ্কিংয়ে বেশ সাফল্য এসেছে। যেমন টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং–২০২৩-এ ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইইউবি শীর্ষস্থান অর্জন করেছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং–২০২৩-এ এআইইউবি চতুর্থ শিল্পবিপ্লব ও সংকট ব্যবস্থাপনা ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ৫০-এ স্থান করে নিয়েছে।

এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীনের নামে ইনোভেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে, যার অধীনে চারটি গবেষণাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে গবেষণার জন্য দেশি-বিদেশি, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান তহবিল দিচ্ছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে মিলে আমরা টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) ক্যালকুলেশন সিস্টেম উদ্ভাবন করেছি, যা অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

সহশিক্ষা কার্যক্রম

সহশিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে এআইইউবিতে একাধিক ক্লাব আছে। এই ক্লাবগুলো প্রতিনিয়ত নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম; যেমন কর্মশালা, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, সাংস্কৃতিক এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ফলে একদিক দিয়ে যেমন শিক্ষার্থীদের মানসিক বিকাশ হচ্ছে, তেমনি তাদের মধ্যে নানা রকম সফট স্কিল গড়ে উঠছে।

এআইইউবি অ্যালামনাই সোসাইটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। চাকরি, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে অনুজদের ক্যারিয়ারের পথ সহজ করে দিচ্ছে অগ্রজরা। এআইইউবির সঙ্গে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক আছে, যার ফলে ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ এবং গবেষণার ক্ষেত্র বেড়েছে।

এআইইউবির শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিতর্ক, রোবোটিকস প্রতিযোগিতা এবং কনফারেন্সে প্রতিনিয়ত সাফল্য পাচ্ছে। যেমন ২০২২ সালে এআইইউবি ওরেটরি ক্লাব এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করে। এআইইউবি রোবোটিক দল আন্তর্জাতিক রোভার চ্যালেঞ্জে বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের মান উন্নয়নে এআইইউবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নতুন নতুন যুগোপযোগী উদ্যোগ নিচ্ছি, যেন আমাদের শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

নর্থ সাউথের নতুন ক্যাম্পাসটি হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

আরও পড়ুন

‘গবেষণায় বছরে তিন কোটি টাকা বরাদ্দ রাখে ইউআইইউ’