হামজা-জামালদের নতুন হোম জার্সিতে জামদানির মোটিফ ছাড়াও আরও যা যা আছে

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি
ছবি: তাসমিত আফিয়াতের ফেসবুক থেকে

অ্যাওয়ে জার্সির পর বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সিও উন্মোচন হলো। জার্সিটির নকশা করেছেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সৃজনশীল পরিচালক ও বিপণন দলের অন্যতম সদস্যও তিনি।

অ্যাওয়ে জার্সিটা ছিল টকটকে লাল, আর হোম জার্সির রং সাদা। বাফুফের কিটস স্পনসর দৌড়-এর ফেসবুক পেজে ১৬ মে জার্সিটির লুক উন্মোচন হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক মন্তব্য ও ৮ হাজার লাইক পড়েছে। শেয়ার করা হয়েছে ১৮০ বার। মন্তব্যের বেশির ভাগই ইতিবাচক। একজন লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এ রকম আন্তর্জাতিক মানের জার্সি আর একটাও হয়নি।’ আবার আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে কম দামি টি-শার্ট।’

জার্সিটির হাতায় আর কাঁধে জামদানি মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে বেঙ্গল টাইগারের মুখ
ছবি: তাসমিত আফিয়াতের ফেসবুক থেকে

জার্সিটির হাতায় আর কাঁধে জামদানি মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ। একেকজন খেলোয়াড় তো বাংলার বাঘ নামেই পরিচিত! সেই বাঘের মুখটিকে যদি ‘জুম’ করে দেখেন, তাহলে দেখা যাবে, জাতীয় পাখি দোয়েল ও জাতীয় মাছ ইলিশের মোটিফ দিয়ে তৈরি করা হয়েছে সবুজ রঙের এই মুখ। এই সবুজ আবার সুন্দরবনের প্রতিনিধিত্ব করে। কেননা, বাঘ, পাখি, মাছ, সবুজ—এই সবই মিলবে সুন্দরবনে। এসব মোটিফও আবার বানানো হয়েছে ফিবোনাচ্চি রাশি অনুসরণ করে। হাতায়, গলায়, কাঁধে রয়েছে সবুজ-লাল চিকন বর্ডার। সেটির অনুপ্রেরণা যে দেশের জাতীয় পতাকা, সেটি আর বলে দিতে হয় না। পেছনে মানচিত্রের আদলে ইংরেজি অক্ষরে লেখা হয়েছে ‘বাংলাদেশ’। লাল অ্যাওয়ে জার্সিতেও এটি আছে।

জার্সিটির নকশা করেছেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত
ছবি: তাসমিত আফিয়াতের সৌজন্যে

অ্যাওয়ে জার্সির মতো হোম জার্সির বুকে বাফুফে আর দৌড়–এর লোগোও আছে। রাবারের স্টিকারে বাফুফের লোগোটি পছন্দ করেননি অনেক ফুটবল–ভক্ত। অনেকে পছন্দ করেননি জার্সির বক্স মেশ কাপড়ও। আর অনেকেই আপত্তি তুলেছেন জার্সির দাম নিয়ে, ১ হাজার ৪০০ টাকায় জার্সিটি কিনতে রাজি নন তাঁরা। জার্সির ডিজাইনার তাসমিত আফিয়াতের কাছে এই বিষয়ে জানতে চাইলে বললেন, ‘জার্সির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, এগুলোর কোনোটাই আমার ডিপার্টমেন্ট না। লোগো বাফুফের বিষয়, কাপড় আর দাম হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির। আমি যেটুকু সুযোগ পেয়েছি, নিজের সেরাটা দিয়ে দেশকে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ঘরের মাঠে এই জার্সি গায়ে চাপিয়েই খেলতে নামবেন হামজা-জামালরা।

আরও পড়ুন