যে ছবির জন্য পুরস্কার পেলেন জোবায়ের

মো. জোবায়ের হোসেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিরাকুজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অ্যালেক্সিয়া ফাউন্ডেশন থেকে প্রতিবছর আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয়। এ বছর এই পুরস্কারের অধীনে ‘অ্যালেক্সিয়া গ্র্যান্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের মো. জোবায়ের হোসেন। ১৯ এপ্রিল আনুষ্ঠানিক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

পেশাদার ও শিক্ষার্থী—দুই বিভাগে আলোকচিত্রীরা পুরস্কারের জন্য মনোনীত হন। এ বছর পেশাদার বিভাগে প্রথম হয়েছেন মার্কিন আলোকচিত্রী জেমস ইয়ার আর শিক্ষার্থী বিভাগে প্রথম মো. জোবায়ের হোসেন। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন এক হাজার ডলার (১ লাখ টাকার বেশি), সনির সৌজন্যে পেশাদার ক্যামেরা, যুক্তরাষ্ট্রের সিরাকুজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ফেলোশিপ এবং বেতনভুক্ত গবেষণা সহযোগী হওয়ার সুযোগ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক জোবায়ের। বর্তমানে তিনি ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাউন্টার ফটো-আ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস’–এ ফটোগ্রাফির ওপর দুই বছর মেয়াদি ডিপ্লোমা করছেন। জোবায়ের জানান, এই প্রতিযোগিতায় তিনি তাঁর ‘উই লিভ টু ফাইট’ প্রকল্পের ১৫টি ছবি পাঠিয়েছিলেন।

‘উই লিভ টু ফাইট’ প্রকল্পের একটি ছবি
ছবি: মো. জোবায়ের হোসেন

‘উই লিভ টু ফাইট’ মূলত একটি আলোকচিত্র প্রকল্প, যার মাধ্যমে বাংলাদেশের মার্শাল আর্ট শিল্পের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, জীবনধারা, আবেগ কিংবা অজানা গল্পগুলো তুলে ধরছেন জোবায়ের।

এই ছবি তাঁকে এনে দিয়েছে বড় পুরস্কার
ছবি: মো. জোবায়ের হোসেন

জোবায়ের বর্তমানে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। চুয়েটে পড়ার সময় থেকেই তাঁর ফটোগ্রাফির প্রতি আগ্রহ জন্মেছিল। ক্যাম্পাস থেকেই বিভিন্ন প্রতিযোগিতায়, প্রদর্শনীতে অংশ নিতে শুরু করেন তিনি।

মার্শাল আর্ট শিল্পের সংস্কৃতি, ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন এই প্রকৌশলী
ছবি: মো. জোবায়ের হোসেন

তরুণ এই প্রকৌশলীর তোলা ছবি ১০টির বেশি অ্যাওয়ার্ড প্ল্যাটফর্ম, গণমাধ্যম, ম্যাগাজিন ও গ্যালারিতে পুরস্কৃত ও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউজিন স্মিথ মেমোরিয়াল গ্র্যান্ট ২০২১, স্পেনের এডুকান্ডো লা মিরাডার ইয়ং অথোর প্রাইজ ২০২২, পিকচার্স অব দ্য ইয়ার, এশিয়া ২০২৩, শারজাহ আর্ট ফাউন্ডেশন ২০২২, হিপা অ্যাওয়ার্ড ২০২১ ইত্যাদি। সম্প্রতি নয়াদিল্লির একটি প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন