আঙুলের মাথায় প্রতিবছরই চুলকানি হয়, কী করব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রশ্ন

আমার বয়স ২৪ বছর। তিন বছর আগে থেকে আমার হাতের আঙুলের মাথায় চুলকানি হয়। চামড়ার ভেতর গুটি আকারে পুঁজ জমে যায়। পুঁজ শুকিয়ে চামড়া পড়ে গিয়ে নতুন চামড়া ওঠে। নতুন চামড়াতেও চুলকায় এবং পুঁজ হয়। এক-দুই মাস পর আপনা-আপনিই ভালো হয়ে যায়। এভাবে প্রতিবছরই হয়। শুধু আঙুলের মাথায় এমন হয়। এটা কি কোনো রোগের লক্ষণ? সমাধান কী?—রুবিনা আক্তার

প্রতীকী ছবিটি সংগৃহীত

পরামর্শ

উপসর্গ পড়ে মনে হচ্ছে, এটি হ্যান্ড একজিমা। বেশি বেশি হাত ধোয়া বা অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করার কারণে এমনটি হয়ে থাকতে পারে। বেশিক্ষণ হাত ভেজা থাকলেও এমন হয়। ডায়াবেটিসের মাত্রায় হেরফের হলে হাতে চুলকানি হতে পারে। হাত ধোয়া বা গোসলের সময় অতিরিক্ত পানি বা সাবান ব্যবহার করবেন না। কোনোভাবেই হাত ভেজা রাখবেন না। ভিজলে বা ঘামলে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। দ্রুতই সিবিসি (রক্ত পরীক্ষা) ও ডায়াবেটিস টেস্ট করিয়ে নিন। ৭ দিন ক্লাভুসেফ ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট খেয়ে দেখতে পারেন।

পরামর্শ দিয়েছেন—ডা. ইসাবেলা কবির, কনসালট্যান্ট, চর্ম ও যৌনরোগ বিভাগ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫