চোখের নিচে দাদের মতো হয়েছে, কী করব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

মেডিসিন

প্রশ্ন :

১৬ জানুয়ারি আমি প্রথম ডোজ হেপাটাইটিস বি টিকা নিয়েছি। এ অবস্থায় করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে কি?—বাচামং মারমা

দুটো টিকার মধ্যে ১৪ দিনের বিরতি থাকা উচিত। আপনি ওই দিন থেকে ১৪ দিন পর কোভিড টিকা নিতে পারবেন।

প্রশ্ন :

আমার বয়স ৩৪ বছর। দুই বছর ধরে আমার হাতের তালু এবং পায়ের তলা জ্বলে। গরমের সময় আরও বেড়ে যায়। এর আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন মাস ভিটামিন ডি-৩ এবং ক্যালসিয়াম খেয়েছি। সুফল পাইনি। কেন এমন হচ্ছে?—মো. আবদুর রাহমান

ডায়াবেটিস বা অন্য কোনো কারণে (যেমন ভিটামিন-স্বল্পতা) স্নায়ুজনিত সমস্যা হলে এমন হতে পারে, যাকে নিউরোপ্যাথি বলা হয়। অনেক সময় পেশির হাইপার-অ্যাক্টিভিটিও হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুষ্টিকর খাবার খান। স্নায়ুর সমস্যায় কিছু ওষুধ ব্যবহার করা হয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো গ্রহণ করুন।

পরামর্শ দিয়েছেন—ডা. জুবায়ের আহমেদ, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।

চর্মরোগ

প্রশ্ন :

আমার বয়স ১২। চোখের নিচে দাদের মতো ছড়ানো অ্যালার্জি হয়েছে। তিন-চার মাস ধরে আছে। চিকিৎসক দুটি ওষুধ ও একটি মলম দিয়েছেন। ওষুধ ও মলম ১৫ দিন ব্যবহার করার পরও আমি সুস্থ হইনি। কী করব?—স্মিহন

এটি ছত্রাকজনিত সমস্যা। অ্যান্টিফাঙ্গাল মলম ও ওষুধ দীর্ঘদিন ব্যবহার করতে হতে পারে। পাশাপাশি আনুষঙ্গিক রোগ, যেমন ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে। যদি চিকিৎসায় সুফল না মেলে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

মুখে কালো দাগ

প্রশ্ন :

আমার বয়স ১৬ বছর। দুই বছর ধরে মুখমণ্ডল অস্বাভাবিকভাবে কালো হচ্ছে। নাকের ওপর, দুই চোখের নিচে, কপালের ওপর, ডান চোখের ডান পাশে, বাঁ চোখের বাঁ পাশে বেশি কালো হয়ে গেছে। তা ছাড়া দুই গালে কোনো স্থান কিছুটা ফরসা, আবার কোনো স্থান কালো। কী করলে কালো অংশ দূর হবে?—শোয়েব তাসিন, পাথরঘাটা, বরগুনা

মনে হচ্ছে এটা আলোক-সংবেদনশীলতা বা ফটোসেনসিটিভিটির কারণে হয়েছে। অনেকের সূর্যের আলো লাগলে এমন হয়। ভালো মানের সানব্লক ব্যবহার করবেন। তবে এই ধরনের সমস্যা অনেক সময় শারীরিক অন্যান্য জটিলতার কারণেও হতে পারে। তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দাগগুলো দেখিয়ে নিলে ভালো হয়।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

ইউরোলজি

প্রশ্ন :

আমার বয়স ২২। ছয় মাস ধরে প্রস্রাব করার ৩-৫ মিনিট পর দু-এক ফোঁটা প্রস্রাব অজান্তেই হয়ে যায়। আমি অবিবাহিত। এই সমস্যা সমাধানে আমার কী করা উচিত?—আহসান আলী

কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করার চেষ্টা করুন খাদ্যাভ্যাস পরিবর্তন ও জীবনাচরণের মাধ্যমে। প্রস্রাবে জ্বালা থাকলে সংক্রমণ আছে কি না, পরীক্ষা করে নিন। তারপরও সমস্যা হলে একজন ইউরোলজি বিশেষজ্ঞর পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. তাজকেরা সুলতানা, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫