স্বাস্থ্য জিজ্ঞাসা
৬ মাস ধরে হোমিওপ্যাথি খাচ্ছি, এখনো পিরিয়ড হচ্ছে না
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
কোভিড–১৯
প্রশ্ন :
আমার বয়স ৫৫ বছর। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলাম। আমার ফুসফুসে আগে কোনো সমস্যা ছিল না। এখনো ফুসফুসে ৫৫ শতাংশ প্রদাহ। রোগটি ভালো হবে কি?—মো. শাহনেওয়াজ, কক্সবাজার
আপনার পোস্ট কোভিড সিনড্রোম বা করোনা–পরবর্তী লক্ষণ রয়েছে। এ রকম অনেকেরই হয়। বিশেষ করে যাঁরা আইসিইউতে ছিলেন। তবে আপনি সঠিক চিকিৎসা পেলে ধীরে ধীরে সেরে উঠবেন। আপনার কিছু শারীরিক ও ল্যাবরেটরি পরীক্ষা করে ভালোভাবে বুঝতে হবে এবং ওষুধের পাশাপাশি পালমনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা ফিজিওথেরাপিরও দরকার হবে।
পরামর্শ দিয়েছেন— ডা. আবদুস শাকুর খান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ।
মানসিক স্বাস্থ্য
প্রশ্ন :
তিন বছর ধরে আমার মায়ের গলায় কিছু একটা আটকে আছে। মাঝেমধ্যে অল্প ব্যথা করে। চিকিৎসক দেখিয়ে চিকিৎসা নিয়েছেন, কিন্তু সেরে ওঠেন না। আবার সমস্যাটা বাড়েও না। চিকিৎসক বলেছেন, এটা মায়ের মনের সমস্যা। তাঁর বয়স ৪৫ বছর। বিভিন্ন রক্ত পরীক্ষা ও এন্ডোসকপি করা হয়েছে। সব রিপোর্ট ঠিক আছে। পরামর্শ চাই।—রিপন রায়
এই সমস্যাকে গ্লোবাস হিস্টেরিকাস বলা হয়। সাধারণত অতি উদ্বেগ ও মানসিক চাপ থেকে এমনটা হতে পারে। সবার আগে উদ্বেগ আর মানসিক চাপের কারণ জানার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে গলার কোনো সমস্যা বা অ্যাসিডিটির জন্য এমন হচ্ছে কি না, তা যাচাই করার প্রয়োজন। তবে আপনি বলেছেন এন্ডোসকপি পর্যন্ত করা হয়েছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উদ্বেগ নিরসনের ওষুধ ও কাউন্সেলিং নিতে হবে। মনে রাখবেন, এটি দু–এক দিনে সারবে না। ওষুধ নিয়মিত সেবন করা দরকার।
পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
মেডিসিন
প্রশ্ন :
আমার বয়স ২৩, পুরুষ। ৩০ থেকে ৪০ দিন ব্যবধানে প্রায়ই জ্বর আসে। চিকিৎসকের কাছে গেলে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক–জাতীয় ওষুধ দেন, যা সেবন করার কিছুদিন পর জ্বর ভালো হয়ে যায়। কিন্তু একই ব্যবধানে আবার জ্বর আসে। এটা কেন হয় এবং এর স্থায়ী সমাধান কী?—হিমু, বাগেরহাট
প্রথম কথা শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রির ওপর যায় কি না, তা নিশ্চিত হতে হবে। সবচেয়ে ভালো হলো নিজে নিজে একটি তাপমাত্রার তালিকা তৈরি করা, যা দেখে চিকিৎসক নিশ্চিত হবেন কখন জ্বর ওঠে, কখন নামে। জ্বর আর জ্বর ভাব কিন্তু এক জিনিস নয়। দ্বিতীয়ত, জ্বরের কারণ না জেনে কখনোই আন্দাজে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। এ ধরনের দীর্ঘমেয়াদি জ্বর হলে এর পেছনে কী রোগ নিহিত, তা অনুসন্ধান করা উচিত। সেটি যক্ষ্মা, কালাজ্বর, খানিকটা অপরিচিত সংক্রামক ব্যাধি, গ্ল্যান্ড বা লসিকাগ্রন্থির টিউমার থেকে শুরু করে নানা ধরনের বাতের কারণেও হতে পারে। যদি এত দিন আপনি জ্বরে ভুগে থাকেন, তবে অবশ্যই বিস্তারিত রোগ ইতিহাস, শারীরিক পরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা করে কারণ বের করতে হবে। অবহেলা করবেন না।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
হরমোন
প্রশ্ন :
আমার বয়স ১৭ বছর। আমার ৯ মাস ধরে নিয়মিত মাসিক হচ্ছে না। তলপেটে কোনো ব্যথা নেই। এ ছাড়া ঠোঁটের ওপরে হালকা লোম গজিয়েছে। ৬ মাস ধরে হোমিওপ্যাথি খাচ্ছি, কিন্তু এখনো মাসিক হচ্ছে না। এর সমাধান কী?—নাম প্রকাশে অনিচ্ছুক
বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারণে অনিয়মিত মাসিক হতে পারে। যেসব হরমোনজনিত সমস্যা অনিয়মিত মাসিকের সঙ্গে সম্পর্কিত, সেগুলো হলো থাইরয়েড হরমোনের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমসহ অন্যান্য। যেহেতু অনিয়মিত মাসিকের সঙ্গে মুখে অবাঞ্ছিত লোমের আধিক্য, তাই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করিয়ে চিকিৎসা নিতে হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে থাইরয়েড হরমোনজনিত সমস্যা, ডায়াবেটিসের পাশাপাশি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নামের হরমোনজনিত সমস্যাও ব্যাপকভাবে বাড়ছে। এ সমস্যায় ইনসুলিন নামের হরমোনের সংবেদনশীলতা কমে যাওয়ার কারণে ইনসুলিন হরমোন বাড়ে এবং এই বাড়তি ইনসুলিন অন্যান্য হরমোনের তারতম্যসহ নানাবিধ শারীরিক সমস্যা তৈরি করে থাকে, যেমন স্থূলতা, অনিয়মিত মাসিক, মুখে অতিরিক্ত পশম, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার এবং পরবর্তীকালে বন্ধ্যাত্ব, জরায়ুর ক্যানসারসহ নানা জটিলতা। তবে সঠিকভাবে রোগনির্ণয় ও ব্যবস্থাপনার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায় এবং জটিলতাগুলো এড়ানো যায়।
পরামর্শ দিয়েছেন—ডা. মারুফা মোস্তারী, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫