আমার হাত-পা সব সময় ঠান্ডা থাকে কেন

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রশ্ন :

আমার বয়স ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ওজন ৮৪ কেজি। ডায়াবেটিস নেই। আমার হাত-পা সব সময় ঠান্ডা থাকে এবং মাঝেমধ্যে অবশ মনে হয়। যখন চেয়ারে পড়তে বসি, তখন পায়ের অনুভূতি কমে যায় এবং ঝিঁঝি ধরার অনুভূতি হয়। হাত টেবিলে যখন রেখে কিছু লিখি, তখনো একই রকম অবস্থা হয়। মাঝেমধ্যে হাত-পা জ্বালা করে। পরামর্শ চাই।—নোমান, ঢাকা।

বয়স ও উচ্চতার তুলনায় আপনার ওজন বেশি। হাত-পা ঝিঁঝি ধরার সমস্যার জন্য থাইরয়েড ও ডায়াবেটিস পরীক্ষা করান। মনে রাখবেন, ডায়াবেটিস সঠিকভাবে শনাক্ত করতে হলে যেকোনো সময় যেকোনো অবস্থায় পরীক্ষা (র‌্যানডমলি টেস্ট) করলে হবে না, খালি পেটে ও গ্লুকোজ খাবার ২ ঘণ্টা পর মানে ওজিটিটি (ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট) করলে ধরা পড়বে। ভিটামিন বি ১, ৬ ও ১২ এর অভাবেও এই সমস্যা হতে পারে। রোগ শনাক্ত হলে চিকিৎসা করা সহজ হবে।

পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, স্নায়ুরোগ বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫