ইনফ্রারেড থার্মোমিটার

প্রতীকী ছবি

আজকাল শপিং মল, বিমানবন্দর, অফিস-আদালত কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার মুখে কপালের মাঝবরাবর পিস্তলের মতো একটি যন্ত্র তাক করে ধরতে দেখা যায়। করোনাভাইরাসের বিস্তারের পর থেকে যন্ত্রটি সবার কাছেই বেশ পরিচিত হয়ে ওঠেছে। শরীরের তাপমাত্রা মাপার জন্য এটি ব্যবহৃত হয়—এটুকু মোটামুটি সবাই জানি। কিন্তু এর ব্যবহারবিধি বা সতর্কতা সম্পর্কে আমাদের অনেকের ধারণাই খুব স্পষ্ট নয়।

ইনফ্রারেড থার্মোমিটার: বাহারি নাম তার শুরুতেই বলা হয়েছে, ইনফ্রারেড (অতি লাল রশ্মি) থার্মোমিটার দেখতে অনেকটা পিস্তল বা বন্দুকের মতো। এ জন্যই কি যন্ত্রটিকে ‘থার্মাল গান’ বলে থাকেন কেউ কেউ? হবে হয়তো। তবে নন-কন্ট্যাক্ট থার্মোমিটার, লেজার থার্মোমিটার, থার্মাল স্ক্যানার নামেও এটি পরিচিত। যা হোক, নামে রকমফের থাকলেও কাজ কিন্তু একই।

ক্লিনিক্যাল থার্মোমিটার ও ইনফ্রারেড থার্মোমিটার

বিভিন্ন রকম ব্যবহারের জন্য নানা ধরনের থার্মোমিটার রয়েছে। সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য যেটি ব্যবহার করা হয়, সেটি ক্লিনিক্যাল থার্মোমিটার। এরও আবার বিভিন্ন ধরন রয়েছে। এসব থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হলে তা শরীরে স্পর্শ করাতে হয়। কিন্তু ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীর স্পর্শ না করেই মাপা যায়। খুব কম সময়ে অনেক লোকের দেহের তাপমাত্রা পরিমাপ করা যায় এটি দিয়ে। এখানেই মূলত ক্লিনিক্যাল থার্মোমিটারের সঙ্গে ইনফ্রারেড থার্মোমিটারের পার্থক্য।

ব্যবহার নির্দেশিকা

• থার্মোমিটার ধরার আগে খেয়াল করুন, কপালে চুল বা ঘাম আছে কি না। চুল বা ঘাম থাকলে ফলাফল ভুল আসতে পারে।
• এবার থার্মোমিটারের লেন্সের দিকটি কপাল থেকে তিন থেকে পাঁচ সেন্টিমিটার দূরে ধরুন।
• এরপর বোতামে চাপ দিন। প্রায় সঙ্গে সঙ্গে (এক সেকেন্ডের মধ্যে) বিপ করে শব্দ হবে এবং ছোট পর্দায় (ডিসপ্লে) তাপমাত্রা দেখা যাবে।
• শরীরের তাপমাত্রা অনুযায়ী ডিসপ্লেতে সবুজ, কমলা অথবা লাল আলো জ্বলবে।
তাপমাত্রা
• ৯৮.৪ থেকে ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট—তাপমাত্রা স্বাভাবিক। ডিসপ্লেতে সবুজ আলো জ্বলবে।
• ৯৯.৬ থেকে ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট—হালকা জ্বর। কমলা আলো জ্বলবে।
• ১০০.৫ থেকে বেশি—তীব্র জ্বর। লাল আলো জ্বলবে।

সতর্কতা

তাপীয় বিকিরণের মাধ্যমে এটি কাজ করে বলে এর পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে চিকিৎসকেরা সতর্ক থাকতে বলেন। এ ছাড়া এ যন্ত্র ও এর কাজ করার প্রক্রিয়া বেশ স্পর্শকাতর। এটি ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা জরুরি।

• একজনের তাপমাত্রা পরিমাপের অন্তত ১৫ সেকেন্ড পর আরেকজনের তাপমাত্রা মাপুন, তবে পরপর নয়।

• পানি বা হেক্সিসল দিয়ে সুতি কাপড় ভিজিয়ে থার্মোমিটার পরিষ্কার করুন। এরপর টিস্যু বা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।

• সূর্যের সরাসরি আলো ও পানি থেকে দূরে রাখুন।

ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে কি কোভিড-১৯ নির্ণয় করা যায়

কোভিড-১৯ বিস্তারের পর যন্ত্রটি পরিচিত পাওয়ায় অনেকেই মনে করতে পারেন, এটি দিয়ে বোধ হয় কেউ কোভিডে আক্রান্ত কি না, তা বোঝা যায়। ব্যাপারটি মোটেই তা নয়। এ থার্মোমিটার কেবল দেহের তাপমাত্রা নির্ণয় করে থাকে। ঠান্ডা, ম্যালেরিয়া বা অন্য যেকোনো কারণে জ্বর হলে যন্ত্রটিতে কেবল সেই জ্বরের মাত্রা ধরা পড়বে, জ্বরের কারণ বা সংক্রমণের উৎস ধরা পড়বে না।