স্বাস্থ্য জিজ্ঞাসা
ওই রাতেই পেটে ব্যথা ও বমি হয়, গর্ভধারণের ঝুঁকি কি আছে?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
নাক, কান, গলা
প্রশ্ন :
আমার বয়স ১৭ বছর। প্রায়ই আমার মাথা খুব ভার হয়ে থাকে এবং কোনো কারণে ঝুঁকলে মাথার সামনের অংশে ব্যথা করে এবং খুব ভারী ভারী লাগে। তা ছাড়া হঠাৎ ডান চোখসহ মাথার ডান দিকের অংশে চিনচিন করে ব্যথা করে। এটা কেন হয় এবং করণীয় কী?—মালিহা আহমেদ, নোয়াখালী
আপনার বর্ণনা থেকে ধারণা করা যায়, আপনি সাইনোসাইটিসে ভুগছেন। কিন্তু রোগী না দেখে অর্থাৎ প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ছাড়া তা নিশ্চিত করা মুশকিল। শুধু লক্ষণ থেকে আপনাকে যেসব পরামর্শ দেওয়া যেতে পারে—১. গরম পানির ভাপ গ্রহণ করুন দৈনিক ২ থেকে ৩ বার। চাইলে পানিতে মেন্থলও মিশিয়ে নিতে পারেন। ২. গরম পানিতে তুলা ভিজিয়ে নিয়ে তা দিয়ে ব্যথার স্থানে সেঁকও দিতে পারেন ২ থেকে ৩ বার করে। ৩. ব্যথার জন্য দিনে ৩ বার প্যারাসিটামল সেবন করতে পারেন। ৪. সর্দি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। ৫. নাক বন্ধ থাকলে নরমাল স্যালাইন ড্রপ (৪ ফোঁটা করে) কিংবা স্প্রে ব্যবহার করতে পারেন, দৈনিক ২ থেকে ৩ বার।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান, সাবেক বিভাগীয় প্রধান, নাক, কান, গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।
স্ত্রীরোগ
প্রশ্ন :
আমার বোনের বয়স ২৪ বছর, বিবাহিত। তাঁর উচ্চতা ৫ ফটু ২ ইঞ্চি এবং ওজন ৬০ কেজি। মাসিক হওয়ার ৮ দিন পর সহবাস করেন এবং ৩ দিন পর জন্মনিয়ন্ত্রণ পিল নেন। ওই রাতেই পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়। তাঁরা এখন বাচ্চা নিতে চাইছেন না। তাঁর কি গর্ভধারণ করার কোনো ঝুঁকি আছে?—নাম প্রকাশে অনিচ্ছুক
যাঁদের মাসিক ২৮ দিন পরপর নিয়মিত হয়, তাঁদের বেলায় প্রতি মাসের প্রথম ৮ দিন এবং শেষের ১১ দিন নিরাপদ। অন্যদিকে ৯ম থেকে ১৯তম দিনের মধ্যে অবাধ সহবাসের ফলে গর্ভধারণ হতে পারে। যাঁদের মাসিক অনিয়মিত, তাঁদের বেলায় এই নিয়মটি প্রযোজ্য নয়।
আপনার বোনের যদি মাসিক চক্র নিয়মিত থাকে, তবে অষ্টম দিন থেকে সহবাস হয়েছে। অতএব তাঁর গর্ভধারণের ঝুঁকি একেবারেই কম। আর পেটে ব্যথা বা বমির সঙ্গে গর্ভধারণের কোনো যোগসূত্র নেই। এর জন্য আলাদা চিকিৎসা প্রয়োজন।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. আফজালুন্নেছা চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
কোভিড–১৯
প্রশ্ন :
অনেকে সার্জিক্যাল মাস্ক ধুয়ে আবার ব্যবহার করেন। এভাবে কি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যায়? যদি করা যায়, তাহলে এটি কতটা স্বাস্থ্যসম্মত?—মাহ্ফুজা, রাজশাহী
সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার উপযোগী। এটা কখনো ধুয়ে বা একবার খুলে ফেললে আবার ব্যবহার করা যাবে না। তবে ত্রিস্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক ধুয়ে আবার ব্যবহার করা যাবে।
প্রশ্ন :
আমার বাবা করোনা থেকে সুস্থ হয়েছেন তিন সপ্তাহ আগে। হাসপাতালে তাকে পাঁচ দিন থাকতে হয়েছে এবং চার দিন অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু এখন একটু হাঁটলেই বা একটু বেশি কথা বললেও ক্লান্ত হয়ে পড়েন। তাঁর বয়স ৬৫ বছর। এ জন্য কি আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন আছে?—রিপন রুদ্র পাল, মৌলভীবাজার।
আপনার বাবার পুরোপুরি ফিটনেস ফিরে পেতে ৩ থেকে ৬ মাস লেগে যেতে পারে। তাঁকে খুব ধীরে ধীরে হাঁটা ও পরিশ্রম করার মাত্রা বাড়াতে হবে। প্রতিদিন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর পুষ্টিকর খাবার খেতে হবে। প্রয়োজন হলে তাঁর হার্টের অবস্থা একবার পরীক্ষা করে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫