পরামর্শ
ডায়াবেটিস রোগীদের রক্তে জমা কিটোএসিডোসিসের কারণে অনেক সময় মুখে গন্ধ হয়। এ ছাড়া প্রধান কারণ হিসেবে মুখের যত্নে সঠিক নিয়ম না মানাকে দায়ী করা হয়। ডায়াবেটিস রোগীদের মাড়ির প্রদাহ অনেক বেশি, সেখান থেকে বা মুখ শুষ্ক থাকলে গন্ধ হতে পারে। অনেক সময় লিভার, কিডনি, ফুসফুস বা সাইনাসের জটিলতায় মুখে গন্ধ হয়। সঠিক নিয়মে মুখ পরিষ্কার ও জীবাণুনাশক মাউথওয়াশ ব্যবহার করে দেখা যেতে পারে। তবে চিকিৎসকের কাছ থেকে কারণ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া ভালো।
পরামর্শ দিয়েছে—ডা. আসফুজ্জোহা রাজ, দন্ত চিকিৎসক
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫