পেটে পানি জমে কেন

প্রতীকী ছবি

পেটে পানি জমা বা পেট ফুলে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। নানাবিধ শারীরিক সমস্যার কারণে এমনটি হতে পারে। আসুন, বিস্তারিত জেনে নিই এর কারণ ও করণীয় সম্পর্কে।

লিভার বা যকৃৎ আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। যকৃতের নানা সমস্যায়, বিশেষ করে লিভার সিরোসিস হলে অসুখের একপর্যায়ে পেটে পানি আসে। পেটে পানি জমা হওয়ার প্রধান কারণ কিন্তু এই লিভার সিরোসিস।

এখন জানা যাক লিভার সিরোসিস কী? কেন হয়? লিভার বা যকৃৎ যদি ফাইব্রসিস বা শক্ত হয়ে যায়, তখন সেই অবস্থাকে সিরোসিস বলে। নানান কারণে লিভার সিরোসিস হতে পারে। যেমন হেপাটাইটিস বি ও সি ভাইরাসের দীর্ঘমেয়াদি সংক্রমণ, দীর্ঘমেয়াদি ফ্যাটি লিভার, অ্যালকোহলে আসক্তি ইত্যাদি।

এ ছাড়া আছে কিছু বিপাকজনিত সমস্যা, যেমন উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস ও আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি।

লিভার সিরোসিসের লক্ষণ উপসর্গ নানান রকম হতে পারে। যেমন দুর্বলতা, ওজন হ্রাস, জন্ডিস, পেটে পানি জমে ফুলে যাওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, রক্তবমি বা মলের সঙ্গে রক্তপাত ইত্যাদি।

পেটে পানি আসার আরেকটি বড় কারণ হলো পেটের ভেতর যক্ষ্মা বা টিবি রোগ। সাধারণত আমরা জানি যে যক্ষ্মা ফুসফুসে হয়ে থাকে। আসলে তা নয়, টিবি বা যক্ষ্মা শরীরের যেকোনো জায়গায়, এমনকি পেটে, অন্ত্রে বা অন্য কোনো অঙ্গেও হতে পারে।

পেটে টিবি হলে পেটে পানি জমা হওয়ার পাশাপাশি জ্বর, অরুচি, ওজন হ্রাস ইত্যাদি লক্ষণ থাকে। দেহের যেকোনো এলাকার ক্যানসার পেটের অঙ্গপ্রত্যঙ্গের পাতলা আবরণ পেরিটোনিয়ামে ছড়িয়ে গিয়ে পেটে পানি জমা হতে পারে। যকৃতেও ছড়াতে পারে ক্যানসার। পাকস্থলী, বৃহদান্ত্র, যকৃৎ, প্যানক্রিয়াস ও প্রজনন অঙ্গের ক্যানসার পেটে পানি জমার কারণ হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা, যেমন রেনাল ফেইলিউর রোগে শরীরের অন্যান্য জায়গার মতো পেটেও পানি আসতে পারে।

পেটে পানি জমা হলে পেট ভারী মনে হবে, আস্তে আস্তে ফুলে যাবে বা বড় দেখাবে। অনেক বড় হয়ে একপর্যায়ে শ্বাসকষ্ট হতে পারে। তা ছাড়া আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করে খুব সহজেই এটা ধরা পড়ে।

ডা. মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াস রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা