প্রশ্নোত্তর
প্রশ্ন: আয়রন ট্যাবলেট খেলে কি মলের রং কালো হয়?
উত্তর: আয়রন ট্যাবলেট খেলে মলের রং কালো হতে পারে। কোষ্ঠকাঠিন্যও হতে পারে। তবে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের ফলেও মলের রং কালো হতে পারে। এ ক্ষেত্রে মল পাতলা আলকাতরার মতো দেখায়।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ