ফুডপান্ডা এখন দেশের ৬৪ জেলায়

অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশের ৬৪ জেলায় সেবা বিস্তৃত করেছে। গত ডিসেম্বরে ফুডপান্ডা বাংলাদেশ প্রবৃদ্ধি, সাফল্য ও বিভিন্ন কর্মোদ্যোগে এর সপ্তম বর্ষ উদযাপন করেছে। দেশের ৬৪ জেলায় সেবার বিস্তৃতি এবং সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ফুডপান্ডা নিয়ে এসেছে ‘ট্যাপ করলেই পান্ডা হাজির’ ক্যাম্পেইন, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে একটি বাটনে ট্যাপ করলেই দেশজুড়ে গ্রাহকদের দোরগোড়ায় মিলবে ফুডপান্ডার ফুড ডেলিভারিসহ সব সেবা।

৭ বছরের যাত্রায় ৪০ লাখের বেশি গ্রাহক সাইন আপ করার পাশাপাশি ফুডপান্ডায় রয়েছে ৩৫ হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার, সেই সঙ্গে আছে লাখো আইটেমের সম্ভার। এ পর্যন্ত ৫৫ হাজার মানুষকে ডেলিভারি পার্টনার হিসেবে ফুডপান্ডা প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সুযোগ তৈরির মাধ্যমে তাঁদের উপার্জনক্ষম করে তোলার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রেখেছে অনলাইনভিত্তিক এ সংস্থা। বাংলাদেশের প্রতিটি জেলায় এর সেবা বিস্তৃত হওয়ায় ডেলিভারি কার্যক্রমে যুক্ত হয়ে তরুণেরা জীবিকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, যা দেশের বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০১৩ সালে ঢাকা শহরে স্বল্প পরিসরে কার্যক্রম চালুর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে ফুডপান্ডা। শুধু খাবার ডেলিভারি কার্যক্রম দিয়ে যাত্রা শুরুর মাত্র ৭ বছরেই ফুডপান্ডা দেশের ৬৪ জেলার গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে গেছে খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ দরকারি সব পণ্য অনলাইনে অর্ডার করার অন-ডিমান্ড সার্ভিস নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে ফুডপান্ডা তার পার্টনার ও গ্রাহকদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে নিরলসভাবে কাজ করে গেছে।

ফুডপান্ডা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা বলেন, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডপান্ডা ব্যবহারকারীদের সব সময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। দেশের এ খাতের ডিজিটাল ইকোসিস্টেমকে লাভজনক করে তুলবে এমন একটি ইকোসিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে ফুডপান্ডা তার রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি