মুখে অনেক ব্রণ, মাথায় খুশকি, এখন কী করতে পারি?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রশ্ন: ১

আমার বয়স ১৬ বছর। মুখে অনেক ব্রণ। গালে কালো দাগ হয়ে গেছে। মাথায় খুশকিও আছে। প্রচুর পানি পান করি ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাই। এখন কী করতে পারি?

হাসান সাম্মাম, নরসিংদী।

পরামর্শ: ১

ব্রণের জন্য ডক্সিসাইক্লিন বা এজিথ্রোমাইসিন গ্রুপের কোনো ওষুধ চিকিৎসকের তত্ত্বাবধানে সেবন করা যায়। কালো দাগ দূর করতে এজেলিক অ্যাসিড বা কোজিক অ্যাসিড কাজে আসে। মাথার খুশকি দূর করতে কিটোকোনাজল শ্যাম্পু সপ্তাহে দুবার ব্যবহার করবেন। তবে চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর তত্ত্বাবধানে নেওয়া উচিত।

প্রশ্ন: ২

আমার বয়স ১৬ বছর। সুন্নতে খতনা দেওয়া হয়েছে ৭ বছর বয়সে। কয়েক বছর ধরে লক্ষ করেছি যে আমার যৌনাঙ্গ নিচের দিকে চিকন, কিন্তু ওপরে মোটা ও বাঁকা। কোনো চিকিৎসককে দেখাইনি লজ্জায়। এখন কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: ২

কিছু কারণে এমন আকৃতির পরিবর্তন হতে পারে। একজন ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নিন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫