শিশুর বুকে হঠাৎ ব্যথা?

শিশুর বুকে ব্যথা হলেই অনেক মা-বাবা-অভিভাবক প্রথমে ধারণা করে নেন, হার্টের কোনো অসুখ হলো কি না। কিন্তু শিশুদের বুক ব্যথার কারণে হৃদ্রোগের চেয়ে অন্যান্য সমস্যার যোগ বেশি। ৯৭ শতাংশ ক্ষেত্রে বুক ব্যথা উপসর্গে হৃদ্রোগের কোনো সংযোগ থাকে না।
মূলত ৮ থেকে ১৮ বছর বয়সের শিশু ‘বুকে ব্যথা’ উপসর্গ নিয়ে আসে। এমন উপসর্গ দেখা যায় সবচেয়ে বেশি ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে।
 খাবারের পর যখন পাকস্থলী থেকে খাবার খাদ্যনালিতে উঠে আসে, তখন শিশু বুক ব্যথা উপসর্গে ভুগতে পারে। এ রকম ব্যথা কখনোবা অ্যান্টাসিড ওষুধ খেলে কমে।
 শিশু যদি বুকের খাঁচায় আঘাত পায়, তবে পাঁজরের অস্থি ভেঙে গেলে এমন ব্যথা দেখা দিতে পারে।
 জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকলে, ফুসফুসের নানা অসুখের কারণে যেমন ব্রংকোনিমোনিয়া, ফুসফুসে পানি জমা ইত্যাদিতে এই উপসর্গ দেখা দেয়।
 শিশুমনে হতাশা-দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটে ‘বুকে ব্যথা’ উপসর্গ দেখা দেওয়ার মাধ্যমে।
শিশু বয়সে বুকে ব্যথার সঙ্গে হৃদ্রোগের সংশ্লিষ্টতা কম। তারপরও ‘হৃদ্রোগের লাল সংকেতগুলো’ ধারণায় নিতে হবে। যেমন
- অজ্ঞান হয়ে যাওয়া
-দ্রুত হৃৎস্পন্দন
-বমি ভাব
-বেশি পরিশ্রম করলে এমন ব্যথাটা বাড়ে।
শিশু বয়সে বেশির ভাগ বুকে ব্যথা এমনিই সেরে যায়। এমনকি যদি তা হৃদ্রোগের কারণেও হয়, তবে সময় নষ্ট না করে আগেভাগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ