মুখে ছেলেদের মতো ঘন কালো লোম

পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ

স্বাস্থ্য জিজ্ঞাসা

প্রশ্ন: আমি একজন নারী, আমার বয়স ২০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আমার পায়ে অনেক লোম। মুখে ও গলায় মাঝেমধ্যে ছেলেদের মতো ঘন কালো লোম দেখা যায়। হরমোন টেস্ট করিয়েছি, প্রলেকটিনের পরিমাণ বেশি আছে। মুখের লোম দূর করার জন্য কোনো মলম বা ওষুধ কি সাজেস্ট করা যাবে, প্লিজ? উল্লেখ্য, আমার পিরিয়ড অনিয়মিত।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: আপনার সম্ভবত পিসিওএস আছে। হরমোন পরীক্ষায় টেস্টোস্টেরন বা এন্ড্রোজেন বেশি ছিল কি না, জানাননি। পিসিওএস হলে প্রলেকটিন মৃদু মাত্রায় বেশি থাকতে পারে, তবে নানা রকম ওষুধের কারণেও এটি বাড়ে। আপাতত ভ্যানিফ্লো বা উওনিকা ক্রিম দিনে দুইবার লোমযুক্ত স্থানে লাগিয়ে দুই ঘণ্টা রেখে ধুয়ে ফেলবেন। এটি এক মাস ব্যবহার করুন। পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওজন হ্রাস ও মাসিক নিয়মিতকরণ ছাড়া এই সমস্যা দূর হবে না।