ফ্যাটি লিভারের ব্যথা ও অন্যান্য কারণে পেটব্যথার পার্থক্য বোঝা এত জরুরি কেন

পেটব্যথা আমাদের জীবনে খুব সাধারণ সমস্যা, তবে সব পেটব্যথাই কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে হয় না। কখনো কখনো লিভারের অসুখ, বিশেষ করে ফ্যাটি লিভারের কারণে হতে পারে। ফ্যাটি লিভার সাধারণত অনাবিষ্কৃতই থাকে এবং প্রাথমিকভাবে উপসর্গ কম দেখায়। তাই অনেকেই এটিকে সাধারণ হজমজনিত সমস্যা ভেবে ভুল করেন। চলুন, জেনে নিই ফ্যাটি লিভারের ব্যথা ও পেটব্যথার আদ্যোপান্ত।

পেটব্যথা আমাদের জীবনে খুব সাধারণ সমস্যা, তবে সব পেটব্যথাই কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে হয় নাছবি: প্রথম আলো

পার্থক্যটা কী

পেটব্যথায় ভোগেননি, এমন হওয়া অস্বাভাবিক। কখনো ভারী খাবার খাওয়ার পর, কখনো শরীরের সঙ্গে মানানসই না থাকা খাবারের কারণে, আবার কখনো মানসিক চাপ বা উদ্বেগের কারণে পেটব্যথা হয়। এসব সাধারণত হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, আলসারের মতো কারণে হতে পারে।

বেশির ভাগ সময় এসব তেমন গুরুতর নয়। কিন্তু সব পেটব্যথা আদতে পেট থেকে হয় না। কখনো কখনো শরীরের অন্য অঙ্গ থেকেও হতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো লিভারের অসুখ—ফ্যাটি লিভার ডিজিজ।

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার ডিজিজ, বিশেষ করে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি), যার নতুন নাম এমএএসএলডি। সাধারণত এ রোগ কোনো লক্ষণ ছাড়াই নীরবে থাকে, তবে কখনো ব্যথা বা অস্বস্তি দেখা দিলে অনেকেই তা সাধারণ পেটব্যথা বা হজমের সমস্যা ভেবে ভুল করেন।

কেন পার্থক্য বোঝা জরুরি

ফ্যাটি লিভারের ব্যথা সাধারণ পেটব্যথার মতো নয়। কারণ, দুটি সৃষ্টি হয় ভিন্ন অঙ্গ থেকে। ফলে লক্ষণ ও চিকিৎসার ধরনও আলাদা। এটিকে সাধারণ পেটব্যথা ভেবে ভুল করা হলে রোগ সঠিকভাবে শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে। তাই পেটব্যথা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

ফ্যাটি লিভার ডিজিজ কী

ফ্যাটি লিভার ডিজিজ হলো লিভারে স্বাভাবিকের চেয়ে বেশি চর্বি জমা হওয়া। এর দুটি ধরন—

  • নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ

  • অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ

স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, টাইপ-২ ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত মদ্যপান এ রোগের ঝুঁকি বাড়ায়। বেশির ভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভার কোনো উপসর্গ দেখায় না, যতক্ষণ না রোগটি চূড়ান্ত রূপ ধারণ করে।

সাধারণ পেটব্যথা কী

পেটব্যথা বলতে সাধারণত মাঝপেটের ওপরের অংশে কিংবা বাঁ দিকের পাঁজরের নিচের ব্যথাকে বোঝায়। এটি পাকস্থলী থেকে (যেমন গ্যাস্ট্রাইটিস, আলসার) বা কাছাকাছি অঙ্গ থেকে (যেমন খাদ্যনালি, ক্ষুদ্রান্ত্র) হতে পারে। কখনো কখনো সাধারণ হজমজনিত সমস্যার কারণে ব্যথা হতে পারে।

পেটব্যথা বলতে সাধারণত মাঝপেটের ওপরের অংশে কিংবা বাঁ দিকের পাঁজরের নিচের ব্যথাকে বোঝায়
ছবি: প্রথম আলো

ফ্যাটি লিভার ও পেটব্যথার অবস্থানগত পার্থক্য

ফ্যাটি লিভারের ব্যথা: সাধারণত ব্যথা ডান দিকের ওপরের পেটে (পাঁজরের নিচে) হয় এবং কখনো পিঠ বা ডান কাঁধেও ছড়াতে পারে।

অন্যান্য কারণে পেটব্যথা: সাধারণত পেটের ওপরের মাঝামাঝি (এপিগ্যাস্ট্রিক অঞ্চল) বা সামান্য বাঁ দিকে হয়। খাওয়ার পর এটি পেটের ভেতরে অস্বস্তির অনুভূতি তৈরি করতে পারে।

ব্যথার ধরন

ফ্যাটি লিভারের ব্যথা: সাধারণত এই ব্যথা ভোঁতা, চাপধরা বা ভারী ধরনের হয়, কখনো হয় তীব্র ছুরি দিয়ে আঘাত হানার মতো। চর্বিযুক্ত খাবার বা অ্যালকোহল গ্রহণের পর ব্যথা বাড়তে পারে।

অন্যান্য কারণে পেটব্যথা: সাধারণত তীক্ষ্ণ, জ্বালাপোড়া বা খিঁচুনি ধরনের হয়। ভারী, মসলাদার বা চর্বিযুক্ত খাবার খাওয়া এবং খাওয়ার পর শুয়ে পড়া ব্যথা বাড়াতে পারে। অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস প্রায়ই জ্বালা বা অস্বস্তির অনুভূতি দেয়।

আরও পড়ুন

ফ্যাটি লিভার ও অন্যান্য কারণে পেটব্যথা কখন হয়

ফ্যাটি লিভারের ব্যথা: ব্যথা সাধারণত দীর্ঘ সময় ধরে থাকে বা বারবার ফিরে আসে, এটি সাধারণ অস্থায়ী অস্বস্তি নয়। লিভারের রোগ বাড়লে ব্যথাও আরও বেড়ে যেতে পারে।

অন্যান্য কারণে পেটব্যথা: হঠাৎ শুরু হয় এবং বিশেষ পরিস্থিতিতে বেড়ে যায়। যেমন ভাজাপোড়া, মসলাদার খাবার খেলে বা মানসিক চাপে থাকলে। সাধারণত চিকিৎসা নিলে বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে সহজেই কমে যায়।

ফ্যাটি লিভারের ব্যথা সাধারণত ভারী বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বেশি হয়, অথবা লিভারের ওপর চাপ পড়লে
ছবি: পেক্সেলস

ফ্যাটি লিভার ও পেটব্যথার কারণ, ব্যাপ্তিকাল

ফ্যাটি লিভারের ব্যথা: সাধারণত ভারী বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বেশি ব্যথা হয়, অথবা লিভারের ওপর চাপ পড়লে। এটি স্থায়ী বা বারবার ফিরে আসতে পারে এবং সব সময় খাবারের সঙ্গে সরাসরি সম্পর্ক না-ও থাকতে পারে। শুরুতে প্রায়ই কোনো লক্ষণ থাকে না।

অন্যান্য কারণে পেটব্যথা: সাধারণত খাবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত—খাওয়ার আগে, খাওয়ার পর বা খালি পেটে। অ্যান্টাসিড খেলে বা কিছু খাবার এড়িয়ে চললে ব্যথা দ্রুত কমে যায়।

ফ্যাটি লিভার ও পেটব্যথার অন্যান্য উপসর্গ

ফ্যাটি লিভারের ব্যথা: ব্যথার সঙ্গে থাকতে পারে ক্লান্তি, দুর্বলতা, বমি ভাব, ক্ষুধামান্দ্য, গ্যাস বা পেট ফাঁপা। রোগ বাড়লে জন্ডিস, গাঢ় প্রস্রাব বা পেটে পানি জমার মতো উপসর্গও দেখা দিতে পারে।

অন্যান্য কারণে পেটব্যথা: এর সঙ্গে থাকতে পারে বুকজ্বালা, ঢেকুর, হজমের সমস্যা, পেট ফাঁপা, অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি, বমি ভাব বা বমি।

সূত্র: এমএসএন

আরও পড়ুন