সাত মাসের শিশু, দুধ ছাড়া অন্য খাবার দিলেই বমি করছে, কী করি
পরামর্শ দিয়েছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. লাজিনা শারমিন
প্রশ্ন: আমার মেয়ের বয়স ৭ মাস। দুধ ছাড়া অন্য কোনো খাবার দিলেই সে বমি করে, খাবার মুখে দিয়ে ফেলে দেয়। খিচুড়ি, সুজি, নানা রকম সবজি সেদ্ধ দিয়ে দেখেছি। সবই ফেলে দেয়। বমি হয়। কী করব?
বখতিয়ার উদ্দিন, গাজীপুর
উত্তর: ৭ মাস বয়সী শিশুদের বুকের দুধের পাশাপাশি অবশ্যই বাড়তি খাবার দিতে হবে। নইলে অপুষ্টির আশঙ্কা থাকবে। প্রথম দিকে একদম অল্প করে শুরু করতে হবে, দিনে দুবারের বেশি দেওয়ার দরকার নেই। যেকোনো একধরনের খাবার দিয়ে শুরু করে প্রথমে তিন দিন দেখতে হবে, খাবারটা হজম হচ্ছে কি না। তারপর পরবর্তী খাবারের চেষ্টা করতে হবে। খাবার একদম তরল বা ব্লেন্ড করা যাবে না, আধা শক্ত খাবার নরম করে দিতে হবে। শিশুকে মাথা সোজা করে বসিয়ে খাবার দিতে হবে, জোর করে খাওয়ানো যাবে না।
এসব নিয়ম মেনে চললে আশা করি আর বমি হবে না। এরপরও বমি হলে এবং একদমই খেতে না চাইলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।