শীতকালে শরীরের কিছু কিছু অংশ খুব চুলকায় কেন?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড হাসপাতালের ডার্মা‌টোল‌জিস্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. এম‌ডি কামরুল হাসান চৌধুরী

চুলকানি হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন

প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। অবিবাহিত ছেলে। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৫২ কেজি। আমার সমস্যা হচ্ছে শীতকালে শরীরের কিছু কিছু অংশ খুব চুলকায়, বিশেষ করে রাতে। চুলকানির জন্য মাঝেমধ্যে রাতে ঘুম ভেঙে যায়। সময়ভেদে শরীরের বিভিন্ন অংশে চুলকায়। উল্লেখ্য, আমি নিয়মিত সাবান, শ্যাম্পু দিয়ে গোসল করি এবং শরীরের সব অংশই পরিষ্কার–পরিচ্ছন্ন রাখি। সঠিক পরামর্শ পেলে খুব উপকৃত হবো।

মোস্তাফিজুর রহমান

উত্তর: শীতকালে সাধারণত চুলকানিজনিত সমস্যাগুলো বেড়ে যায়। অন্যতম কারণ হলো শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এতে একজিমা–জাতীয় অসুখগুলো বাড়ত‌ে থা‌কে। অ্যালার্জির কারণেও চুলকানি হতে পারে। সঠিক কারণ নির্ণয় করে অবশ্যই চুলকানির ওষুধ ব্যবহার করতে হবে। আপনি অবশ্যই প্রাথমিকভাবে প্রচুর পরিমাণে লোশন ব্যবহার করবেন। অ্যালার্জি বাড়‌তে পা‌রে এমন খাবার যতখানি সম্ভব এড়ি‌য়ে যা‌বেন। তারপরও যদি সমাধান না হয়, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ