তিন বছর আগে কই মাছের কাঁটা মুখে আটকায়, এখন সেখানে ব্যথা করছে

পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট, নাক কান গলা রোগবিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. এম আর ইসলাম

মাছের কাটা গিলে ফেলার পর এক বছর ধরে সেখানে ব্যথা করছেপ্রতীকী ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমি একজন পুরুষ, বয়স ৫২ বছর। তিন বছর আগে কই মাছ খেতে গিয়ে মুখের ভেতর একটা কাঁটা আটকে যায়। দুই দিন বাসায় নানাভাবে চেষ্টা করেছিলাম, কাজ হয়নি। টর্চলাইট দিয়ে শন ব্যবহার করে কাঁটা টেনে বের করতে গিয়ে কয়েক জায়গায় ক্ষত হয়। এরপর চিকিৎসকের কাছে গিয়ে সেই কাঁটা বের করি। তখন চিকিৎসক বলেছিলেন, ক্ষত আছে, তবে সেরে যাবে। কয়েক মাস পর সেই জায়গায় একটা দলার মতো মনে হতে থাকে। এক বছর ধরে সেখানে ব্যথা করছে। কিছু খেতে গেলে সেটা বেশি টের পাই। এখন কী করব?

মিনহাজ কবির, তাড়াশ, সিরাজগঞ্জ

উত্তর: যেহেতু তিন বছর আগের ঘটনা, তাই সমস্যাটিকে দীর্ঘদিনেরই বলা যায়। এ সময়ের মধ্যে, বিশেষত যখন থেকে খাবার গ্রহণের সময় গলায় ব্যথা হচ্ছে, কোনো চিকিৎসক দেখিয়েছেন কি না উল্লেখ করেননি। এ মুহূর্তে আক্রান্ত স্থানের সার্বিক অবস্থা পরীক্ষা না করে চিকিৎসা দেওয়া যথার্থ হবে না। ফাইবার অপটিক ল্যারিনগোস্কোপি পরীক্ষা করে দেখতে হবে গলার ভেতর এখন কী অবস্থা। সমস্যাটি দীর্ঘমেয়াদি হয়ে যাওয়ার ফলে অন্য কোনো সংক্রমণ ঘটেছে কি না, কিংবা অন্য রোগ হয়েছে কি না, জানাও জরুরি। পরীক্ষার ফলাফল অনুযায়ী একজন নাক কান গলা রোগবিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই দেরি না করে পরীক্ষাটি করিয়ে নিন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা গ্রহণ করুন।