মানসিক বয়সের সঙ্গে আপনার ব্যক্তিত্ব, পছন্দ, রুচি, চিন্তাপদ্ধতি, আবেগীয় বুদ্ধিমত্তা, আইকিউ—এ রকম নানা কিছু জড়িত। হতে পারে আপনার শারীরিক বয়স ৫০, কিন্তু আপনার মানসিক বয়স হয়ত ১০–ই পেরোয়নি। আবার আপনার বয়স হতে পারে ১০, কিন্তু মানসিকভাবে হয়ত আপনি বয়সের চেয়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন। সম্প্রতি দারুণ একটি ‘পার্সোনালিটি টেস্ট’ ভাইরাল হয়েছে অনলাইনে। মানুষের মানসিক বয়স নির্ধারণের জন্য যতগুলো ‘খেলা’ আছে, এর মধ্যে এটিকেই বলা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য।
এ খেলায় আপনার মানসিক বয়স কত, জানার জন্য আপনাকে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের বিপরীতে ছবিতে পাঁচটি অপশন আছে। উত্তরের সঙ্গে ১০ থেকে ৫০ পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে। সেই পয়েন্টগুলোর যোগফলের ওপর নির্ভর করছে আপনার মানসিক বয়স।
দেখুন আপনার মানসিক বয়স কত
১. আপনার স্কোর যদি হয় ১০০ থেকে ১৭০–এর ভেতর, তাহলে আপনার মানসিক বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। আপনি সক্রিয়, কৌতূহলী, শিশুসুলভ, হাসিখুশি আর আত্মকেন্দ্রিক।
২. এবার ধরুন, আপনার সব প্রশ্নের উত্তরগুলোর যোগফল ১৮০ থেকে ২৬০। সে ক্ষেত্রে আপনার মানসিক বয়স ১৩ থেকে ২০ বছর। আপনি আপনার দায়িত্ব সম্পর্ক সজাগ। কিন্তু সেগুলো পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ নন। মজা করা বা নিজের মতো সময় কাটানো (বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সিনেমা দেখা, ঘুরে বেড়ানো, অবসর সময় কাটানো ইত্যাদি) আর দায়িত্ব নেওয়া—এই দুইয়ের ভেতরে আপনি মজা করাকেই বেছে নিতে আগ্রহী। আপনি মনমতো চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
৩. আপনি যদি ২৭০ থেকে ৩৫০–এর ভেতর অবস্থান করেন, সে ক্ষেত্রে আপনার মানসিক বয়স ২১ থেকে ৩৫। কোনটি আপনার জন্য সুফল নিয়ে আসবে, কোনটি ব্যর্থতা—সেটি আবিষ্কার করে ক্রমশ পরিণত হন। নিজের ছোট ছোট লক্ষ্য পূরণ করে সামনে এগিয়ে যাওয়াতেই আপনার আনন্দ।
৪. আপনি যদি ৩৬০ থেকে ৪৪০–এর ভেতর স্কোর করেন, তাহলে আপনার মানসিক বয়স ৩৬ থেকে ৫০–এর মধ্যে। আপনি চিন্তায়, অনুভূতি আর কর্মকাণ্ডে পরিণত মানুষের ছাপ রাখেন। আপনার কাছে নিরাপত্তা আর স্থায়িত্ব—এই দুই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
৫. আর আপনি যদি ৪৪০ ছাড়িয়ে যান, তাহলে আপনার মানসিক বয়স ৫১ বা তার বেশি। জীবনে কী চান, এ বিষয়ে আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। আপনি আয়েসি জীবন যাপন করতে ভালোবাসেন। আর খুঁটিনাটি কোনো কিছুই আপনার নজর এড়ায় না। অনেক সময় দেখা যায়, শারীরিক বয়স পঞ্চাশোর্ধ্ব হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক বয়স কমতে থাকে।