মাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন?

পরামর্শ দিয়েছেন—হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের গাইনি ও অবস বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এবং কলাবাগানের ল্যাবএইড লিমিডেটের (ডায়াগনস্টিকস) গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. সালমা ইয়াসমিন

অনেক নারী মাসিকের সময় প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণা ভোগ করেনছবি: জনস হপকিন্স মেডিসিন

প্রশ্ন: আমি একজন নারী। বয়স ৩০ বছরের ঘরে। আমি এখনো বিয়ে করিনি। আমার গত ৬ মাস ধরে মাসিকের সময় এলে তলপেটে খুবই ব্যথা হয়, যা আগে ছিল না। তা ছাড়া আমার প্রস্রাবের পথেও জ্বালাপোড়া করে। আমি প্রতিদিন পর্যাপ্ত পানি খাই, খাবারেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। আমার কি চিকিৎসকের কাছে যাওয়া উচিত?

নাম প্রকাশে অনিচ্ছুক, চাঁদপুর

পরামর্শ: মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়ার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসমেনোরিয়া বলে। ডিসমেনোরিয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো এন্ডোমেট্রিওসিস এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিডিআই)। যেহেতু আপনার বয়স ৩০-এর কোঠায় এবং ব্যথা আগে ছিল না, সে ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হওয়ার শঙ্কা বেশি। এন্ডোমেট্রিওসিস হলে জরায়ুর ভেতরের এন্ডোমেট্রিয়াম টিস্যু জরায়ুর বাইরের অংশে বেড়ে ওঠে, যার ফলে মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে। আপনার আরেকটি সমস্যা প্রস্রাবে জ্বালাপোড়া করা। এর সঙ্গে প্রস্রাবের সময় তলপেটে ব্যথা, অতিরিক্ত সাদা স্রাব ও যোনিপথে চুলকানি আছে কি না, তা উল্লেখ করেননি। তবুও স্বাভাবিকভাবেই আপনার ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। এ জন্য আপনি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আলট্রাসনোগ্রাফি, প্রস্রাব পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করুন এবং সে অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।

আরও পড়ুন