অণ্ডকোষের ব্যাথায় ভুগলে

পাঠকের পাঠানো এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট (ইউরোলজিস্ট) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির

স্বাস্থ্য জিজ্ঞাসা

প্রশ্ন: আমার বয়স ৮০ বছর। আমি অণ্ডকো‌ষের ব্যাথায় ভুগ‌ছি। সামান্য হাত লাগ‌লেও ব্যাথা ক‌রে। প্রস্রাবের বেগ হ‌লে তলপেটে মাঝেমধ্যে ব‌্যথা হয়। ক‌য়েক বছর ধ‌রে ইউরোম‌্যাক্স-ডি ট্যাবলেট খা‌চ্ছি। দয়া ক‌রে ব্যবস্থা জানা‌লে উপকৃত হব।

নুরুল আমীন, প‌টিয়া, চট্টগ্রাম

পরামর্শ: আপনার কথা শু‌নে ম‌নে হ‌চ্ছে, এটি অণ্ডকোষ এবং এপিডিডাইমিস অং‌শের সংক্রমণজ‌নিত সমস্যা। এটি অনেক সময় তীব্র আকার ধারণ ক‌রে। এ ক্ষেত্রে সংক্রমণ প্রশম‌নে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেব‌নের প্রয়োজন হ‌তে পা‌রে। স‌ঠিক চি‌কিৎসা পে‌তে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিন।