করোনার পর থেকে কানের চারদিকে তীব্র যন্ত্রণা হচ্ছে

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. এম আর ইসলাম

কানে যন্ত্রণা হলে কী করবেন?
প্রতীকী ছবি

জিজ্ঞাসা: অনেক বছর ধরে কানে ব্যথা। মাঝেমধ্যে অনেক বেড়ে যায়। কান খোঁচালে খৈল (কানের ময়লা) বের হয়, তখন ভালো লাগে। করোনা হওয়ার পর থেকে তিন বছর ধরে কানের চারদিকে তীব্র যন্ত্রণা হয়। মাসে তিন–চারবার এই সমস্যা হচ্ছে। কানে কোনো পুঁজ নেই। কী করব?

তৌহিদুল, সাভার।

পরামর্শ: নানা কারণেই কানে সমস্যা হতে পারে। সংক্রমণ, কানে আঘাত, কানে পানি বা অন্য কোনো রোগের প্রভাবেও কানে ব্যথা হয়। সঠিক কারণ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা প্রদানের জন্য আপনার কান পরীক্ষা করে দেখা দরকার। যেহেতু তিন বছর ধরে সমস্যাটি হচ্ছে, সুতরাং রোগটি মোটামুটি দীর্ঘমেয়াদি হয়ে গেছে বলা যায়। আর দেরি করা ঠিক হবে না। দ্রুত একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

আর অযথা কান খোঁচাখুঁচি করবেন না। প্রতিদিন কানে দুই-তিন ফোঁটা করে অলিভ অয়েল দিয়ে দেখতে পারেন। টানা সাত দিন এটি করে দেখুন। আশা করা যায় এতে খৈলের সমস্যা কেটে যাবে। পাশাপাশি প্যারাসিটামল খেতে পারেন। সাত দিনে কোনো ইতিবাচক ফলাফল না পেলে অবশ্যই চিকিৎসক দেখাবেন।