যেগুলো বারবার পরা যায়
সাধারণ কাপড় বারবার পরা যেতে পারে। তবে সে জন্য কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আপনি যদি নিয়মিত গোসল করেন এবং অতিরিক্ত না ঘামেন, তাহলেই সাধারণ কাপড়গুলো বারবার পরতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি যে কাপড়গুলো অন্য কাপড়ের ওপরে পরেন, কেবল সেগুলোর ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। যেমন শার্ট একাধিক বার পরতে পারেন। তবে অনেকে জামার ভেতরে শার্ট পরেন (আন্ডারশার্ট), সেটা বারবার না পরাই শ্রেয়। আবার যারা অন্তর্বাস এড়িয়ে চলেন, তাঁদেরও শার্ট-প্যান্ট একবার পরেই ধুয়ে ফেলা উচিত।
যেগুলো অনেক দিন না ধুয়ে পরা যায়
আবার কিছু কাপড় অনেক দিন না ধুয়ে পরা যায়। দুই সপ্তাহ, এমনকি এক মাস অবধি, যেমন জিনসের কাপড়। তবে খেয়াল রাখতে হবে, তাতে আপনার ত্বকে কোনো প্রতিক্রিয়া হয় কি না। কোট ও জ্যাকেটের জন্যও একই কথা প্রযোজ্য। পাশাপাশি মাসে অন্তত একবার ধোয়া উচিত আপনার জুতা। নিদেনপক্ষে জুতার ইনসোল।
তথ্যসূত্র: সিএনএন