আলীকদমের দুর্গম পাড়ার ২০০ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসাসেবা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা বাজারে অনুষ্ঠিত হলো বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। ২৪ জুলাই রোববার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুই শতাধিক অধিবাসীকে দেওয়া হয় চিকিৎসাসেবা। পর্বতারোহণবিষয়ক সংগঠন অদ্রি ও ক্লাইম্ব ফর আর্থের আয়োজনে সেবা প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ও বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ছয় চিকিৎসক। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুই শতাধিক অধিবাসী এসেছিলেন চিকিৎসা পরামর্শ নিতে
ছবি: সংগৃহীত

চিকিৎসা ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধির কথা জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত বছর যত ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে, তার ৯০ শতাংশই হয়েছে তিন পার্বত্য জেলায়। এবারও বৃহত্তর চট্টগ্রামে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

সেই পরিপ্রেক্ষিতেই এই স্বাস্থ্যসেবার আয়োজন। রোববার কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই কার্যক্রমে র‍্যাপিড টেস্ট কিটের সাহায্যে ম্যালেরিয়া শনাক্তকরণসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়
ছবি: সংগৃহীত

পর্বতে অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডের প্রচার, প্রসার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে অদ্রি ও ক্লাইম্ব ফর আর্থ পাহাড়। ছয় বছর ধরে তারা হিমালয়ের দুর্গম পর্বতে নিয়মিত অভিযান, রক ক্লাইম্বিং প্রশিক্ষণ, ট্রেকিং ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। এ ছাড়া নিয়মিত অ্যাডভেঞ্চারবিষয়ক পত্রিকা ও বই প্রকাশ করে আসছে।