ওরাল ক্যানসার কেন হয়, প্রতিকার ও চিকিৎসা কী

বিশ্বব্যাপী ওরাল বা মুখগহ্বরের ক্যানসার উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশে প্রতিবছর ১৬ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হন। ঠোঁট, জিহ্বা, মাড়ি, মুখের ভেতর, তালু বা গলার ভেতরের অংশে এই ক্যানসার হয়ে থাকে। দাঁত ও মুখের স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ায় দিন দিন বেড়ে চলেছে এই রোগ।

ঠোঁট, জিহ্বা, মাড়ি, মুখের ভেতর, তালু বা গলার ভেতরের অংশে ওরাল ক্যানসার হয়ছবি: পেক্সেলস

ওরাল ক্যানসার কেন হয়

  • যাঁরা দীর্ঘদিন ধরে পান, সুপারি, জর্দা, গুল, তামাক, খইনি সেবন করেন বা যাঁরা মদপান ও ধূমপান করেন, তাঁদের ক্ষেত্রে এ ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বেশি।

  • মুখে ভাঙা বা ধারালো দাঁত থাকার কারণেও মুখগহ্বরে ক্যানসার হতে পারে।

  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ও অতিরিক্ত সূর্যরশ্মির জন্যও এটি হতে পারে।

আরও পড়ুন

ওরাল ক্যানসারের লক্ষণ

  • ঠোঁট বা মুখের ভেতরে হওয়া ব্যথাযুক্ত বা ব্যথাহীন ঘা, যা সহজে সারে না।

  • মুখের ভেতরে সাদা (লিউকোপ্লাকিয়া) বা লাল (এরিথ্রোপ্লাকিয়া) ছোপ।

  • জিব বা গালের ভেতরের কোনো অংশে পিণ্ড বা ফোলাভাব।

  • চিবানো বা ঢোক গেলার সময় ব্যথা অনুভূত হওয়া।

  • ওজন কমে যাওয়া।

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শে সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিতে হবে। রোগ যত দ্রুত শনাক্ত হবে, সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।

চিকিৎসা

  • সার্জারি: টিউমার অপসারণ।

  • রেডিয়েশন থেরাপি: ক্যানসার কোষ ধ্বংস করতে বিকিরণ ব্যবহার করা হয়।

  • কেমোথেরাপি: ওষুধের মাধ্যমে ক্যানসার কোষ ধ্বংস করা হয়।

আরও পড়ুন

প্রতিকার

  • দৈনন্দিন জীবনে কিছু নিয়মকানুন মেনে চলার মাধ্যমে মুখগহ্বরের ক্যানসারের মতো কঠিন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

  • মুখে কোনো অস্বাভাবিকতা অনুভব করলে অবহেলা করবেন না।

  • নিজে নিজে সেরে যাবে ভেবে বসে থাকবেন না।

  • প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, মুখে একটা সামান্য ঘা থেকেই শুরু হতে পারে বিপদ।

  • তামাকজাত দ্রব্য ত্যাগ করুন। স্বাস্থ্যকর জীবন যাপন করুন। সময়মতো হিউম্যান প্যাপিলোভা ভাইরাস টিকা নিন।

  • নিয়মিত দাঁত ও মুখগহ্বরের পরীক্ষা-নিরীক্ষা করান।

ডা. জান্নাতুল ফেরদৌস নিশী, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, (আলোক হেলথকেয়ার), মিরপুর ১০, ঢাকা

আরও পড়ুন