বৃষ্টি-কাদায় গায়ের পোশাক ভিজে গেছে? জীবাণু থেকে বাঁচতে রইল ৭ পরামর্শ
বর্ষার প্রকৃতিই তো এমন, হুট করে শুরু হবে ঝুম বৃষ্টি কিংবা থেমে থেমে দিনভর ইলশেগুঁড়ি। পথেঘাটে পানি জমবে, হাঁটতে গেলেই কাদাপানি ছিটে আসবে পোশাকে। এটুকু ঝক্কি মেনে নেওয়া ছাড়া গতি নেই। তবে ঝক্কি থেকে যাতে জীবাণু না ছড়ায়, সেদিকে খেয়াল রাখা আবশ্যক। পোশাক থেকে যাতে জীবাণু না ছড়ায়, তার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
১. ভেজা পোশাক বদলে ফেলুন
এ দেশের বহু মানুষ পথেঘাটে নির্দ্বিধায় থুতু ও কফ ফেলে। রাস্তায় জমে থাকা পানি আর কাদায়ও মিশে থাকে সেই কফ-থুতুর জীবাণু। তাই রাস্তায় জমে থাকা পানি বা কাদা আপনার পোশাকে লেগে গেলে তা ধুয়ে ফেলতেই হবে। বাড়ি ফিরে পোশাক না বদলে চট করে বিছানায় বসে পড়ার মতো ভুল করা যাবে না। আরও মনে রাখতে হবে, দীর্ঘ সময় ভেজা অবস্থায় থেকে গেলে কাপড়ে অন্যান্য জীবাণুও জন্মাতে পারে।
২. ভেজা অবস্থায় কাপড় রাখবেন না
আপনার বাড়িতে কয়েক দিনের কাপড়চোপড় একবারে ধোয়ার চল থাকতেই পারে। তবে চেষ্টা করুন এসব কাপড় ওভাবে জমিয়ে না রাখতে। নিতান্তই রেখে দিতে হলে কয়েকটা হ্যাঙ্গার আলাদা করে রাখতে পারেন বাড়িতে, যাতে এসব ময়লা কাপড় ধোয়ার আগপর্যন্ত ঝুলিয়ে রাখতে পারবেন। ঝোলানো অবস্থায় কাপড়গুলো শুকিয়ে যাবে। তাতে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমবে। ভেজা কাপড় স্তূপ করে কোথাও রেখে দেওয়া হলে জীবাণু ছড়াতে পারে।
৩. তোয়ালে এবং বেশি ময়লা কাপড়
তোয়ালে বেশ পুরু হয়। তাই লম্বা সময় ভেজাও থাকে। তাই এতে জীবাণু জন্মাতে পারে সহজে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত তোয়ালে, রান্নাঘরের কাজে ব্যবহৃত তোয়ালে প্রভৃতি আলাদাভাবে ধোয়া উচিত। অন্য যেকোনো কাপড় বেশি ময়লা হয়ে গেলে সেটিও আলাদা ধোবেন।
৪. রোদ, বাতাস, তাপ
যেসব কাপড় উষ্ণ পানিতে ধুলে নষ্ট হয় না, সেসব ধোয়ার জন্য উষ্ণ পানি ব্যবহার করতে পারেন। বৃষ্টির মৌসুমে রোদ ও বাতাসে কাপড় শুকানোর সুযোগ হয়তো কমই পাবেন। তবু বারান্দায় কাপড় মেলে দিতে চেষ্টা করুন নিদেনপক্ষে। রোদ না পেলে কাপড় বাতাসে শুকানোর পর ইস্তিরি করতে পারেন।
৫. কাপড় ধোয়ার সরঞ্জাম পরিষ্কার রাখুন
কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত বালতি, গামলা, মগ প্রভৃতি পরিষ্কার রাখুন। এসব মাঝেমধ্যে মেজেঘষে রাখা উচিত। ওয়াশিং মেশিন ব্যবহার করলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করুন অবশ্যই।
৬. লন্ড্রি বাস্কেট পরিষ্কার রাখুন
শুকনা কাপড় আপনি লন্ড্রি বাস্কেটে জমিয়ে রাখতে পারেন কয়েক দিন। তবে এসব থেকেও কিছু অণুজীব ছড়াতে পারে, বিশেষত আর্দ্র আবহাওয়ায়। তাই মাঝেমধ্যে এই লন্ড্রি বাস্কেটও পরিষ্কার করে ফেলুন। এ কাজে ডিটারজেন্ট বা জীবাণুনাশক দ্রবণ ব্যবহার করতে পারেন।
৭. হাত ধুতে ভুলবেন না
কাপড়ে ময়লা থাকা অবস্থায় তা নাড়াচাড়া করলে এরপর নিজের হাতও পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। তাহলে ময়লা কাপড়ের জীবাণু আপনার হাতের মাধ্যমে আর ছড়ানোর সুযোগ পাবে না। হাত ধোয়ার এই অভ্যাস আপনাকে এবং আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।
সূত্র: ওয়েবএমডি