ক্যাপ পরানো দাঁতে ঠান্ডা পানি লাগলেই শিরশির করে? সমাধান জেনে রাখুন

পরামর্শ দিয়েছেন ল্যাবএইড ডেন্টাল ক্লিনিকের ডেন্টাল সার্জন ডা. কাজী রুমানা শারমীন

শীতকালে অনেকেরই দাঁত শিরশির করে
ছবি: পেক্সেলস

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। দুটি দাঁতে সমস্যা ছিল। তুলে ফেলার আগে শেষ চেষ্টা হিসেবে ফিলিং করে ক্যাপ পরিয়ে নিয়েছিলাম। দেড় বছর ভালোই ছিলাম। এখন সেই ক্যাপ পরানো দাঁতে ঠান্ডা পানি লাগলেই শিরশির করে, কখনো কখনো মৃদু ব্যথাও পাই। কেন এই সমস্যা হচ্ছে? আমার এই দাঁত কি এখন তুলে ফেলতে হবে?

মেহেরুন নেসা, নওগাঁ

উত্তর: যদি রুট ক্যানেল না করে, জীবিত দাঁতে ক্যাপ পরানো হয়, তাহলে এ ধরনের সমস্যা হতে পারে। এ ছাড়া ক্যাপের মার্জিন যদি সরে যায়, সে ক্ষেত্রেও এমনটা হতে পারে। আবার ক্যাপ পরানো দাঁতের মধ্যে যদি কোনোভাবে খাবার জমে থাকে, সেটার জন্যও ব্যথা হতে পারে। আপাতত লবণ–গরম পানিতে কুলি করুন দিনে চার থেকে পাঁচবার। খাওয়ার পর ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ভেতরে থাকা খাদ্যকণা বের করে নিন। আর ক্যাপে যদি কোন সমস্যা না থাকে, তাহলে দাঁত না তুলে ক্যাপের ওপর দিয়ে রুট ক্যানেল করে নেওয়া যাবে। সব থেকে ভালো হয় কোনো ডেন্টাল সার্জনকে দাঁত দেখিয়ে সরাসরি পরামর্শ নেওয়া।

আরও পড়ুন