পায়ের গোড়ালির চামড়া শক্ত হয়ে ফেটে যায় কেন
পরামর্শ দিয়েছেন—চর্ম, যৌন, এলার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কনসালট্যান্ট ডা. মো. কামরুল হাসান চৌধুরী
প্রশ্ন: আমার বয়স ৩৮ পার হয়েছে। ২০২০ সাল থেকে আমার একটা সমস্যা দেখা দিয়েছে। আমার দুই পায়ের গোড়ালির চামড়া অনেক শক্ত ও মোটা হয়ে ফেটে যায়। যখন ফাটে তখন প্রচণ্ড ব্যথা করে, হাঁটতে অনেক কষ্ট হয়। আক্রান্ত স্থানের চামড়া কালচে হয়ে যায়। সেই সঙ্গে চুলকায়ও। একজন চিকিৎসকের পরামর্শে ক্যারাসল ৬ শতাংশ ক্রিম ও ইকলো অয়েন্টমেন্ট একসঙ্গে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করছি। কিন্তু কোনো উপকার পাচ্ছি না। এখন আবার পায়ের তালুতেও এর প্রভাব দেখতে পাচ্ছি। প্রথমে চামড়া কালো হয়ে তারপর শক্ত হয়ে যাচ্ছে।
ইসরাত জাহান, ময়মনসিংহ
উত্তর: হাতের তালু বা পায়ের তালুতে অনেক ধরনের অসুখ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম কেরাটোডার্মা। এই অসুখের অনেকগুলো টাইপ থাকে, যেগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনে স্কিন বায়োপসি করে নিশ্চিত হয়ে পরে ওষুধ ব্যবহার করতে হয়। আপনি যদি দুই–একটা ছবি পাঠাতেন তাহলে হয়তো আমাদের অসুখটা সম্বন্ধে ধারণা পেতে একটু সুবিধা হতো। আপনাকে সব সময় ইউরিয়া বেজড ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং যতখানি সম্ভব সাবান এবং অতিরিক্ত পানি ব্যবহার পরিহার করতে হবে।