‘মা হওয়া অত্যন্ত স্বার্থপর একটি সিদ্ধান্ত’

২০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড তারকা সোনম কাপুর। ভোগ ইন্ডিয়ার এক ফটোশুটে তিনি জানিয়েছেন তাঁর মাতৃত্বকালীন যাত্রার কথা।

সোনম জানান, তিনি যে অন্তঃসত্ত্বা তা জানতে পারেন ২০২১ সালের ২৫ ডিসেম্বর, বড়দিনে। তখন যুক্তরাজ্যের লন্ডনের বাসায় আরেক ঘরে ছিলেন স্বামী আনন্দ আহুজা। কেননা, তিনি তখন করোনায় আক্রান্ত। সোনম কাপুর ভিডিও কলে তাঁকে গর্ভধারণের খবর দিয়ে বলেন, ‘মেরি ক্রিসমাস।’

সোনমের জন্য গর্ভাবস্থার প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার সহজ ছিল না
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সোনমের জন্য গর্ভাবস্থার প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার সহজ ছিল না। শুরুতেই করোনায় আক্রান্ত হন সোনম। জ্বর, ঠান্ডা, শরীর ব্যথার সঙ্গে ভীষণ দুর্বলতা। প্রথম তিন মাসে সোনম ঘর থেকেই বের হননি। যথাসম্ভব সাবধানে থেকেছেন।

সোনম ও অনন্দ আহুজা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সোনম যখন অন্তঃসত্ত্বা, তখন তাঁর বয়স ৩৭। অনেকেই সোনমকে উপদেশের সুরে বলেছিলেন যে ৩০–এর পর প্রথম বাচ্চা নিলে নানা রকম জটিলতায় পড়তে হয়। গর্ভকালীন ডায়াবেটিস, একলামসিয়া (গর্ভকালীন খিঁচুনি) হতে পারে। কিন্তু সোনম এসবে ভয় পাননি। আমলেই নেননি। তিনি উল্টো বলেছেন, ‘থামো, আমার শরীরে আমার বাবার (বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুর) জিন আছে। আমার মনেই হচ্ছে না যে আমি ৩৭। মনে হচ্ছে, আমার বয়স আরও বেশ কম।’

ভোগের ফটোশুটে সোনম
ছবি: ইনস্টাগ্রাম থেকে

তবে গর্ভাবস্থায় সোনমের রুটিন অনেকটাই বদলে গিয়েছিল। রাতের ঘুমের ব্যাঘাত ঘটেছিল। রাতে বেশ কয়েকবার উঠে টয়লেটে যেতে হতো। কেননা, এই সময় ইউরিন ইনফেকশনের আশঙ্কা  থাকে অনেক বেশি। তাই প্রচুর পানি খেতেন। আর গলব্লাডার বা মূত্রথলিতে কখনোই পানি জমতে দিতেন না।

গর্ভাবস্থায় প্রচুর প্রোটিন খেয়েছেন সোনম। ভোগ ইন্ডিয়ার সঙ্গে ‘হোয়াটস ইন সোনম কাপুরস ব্যাগ’ আয়োজনে দেখা যায়, সোনম তাঁর ব্যাগ থেকে চার পদের বাদাম, বাটার আর ক্যান্ডির বিস্কুট বের করেছেন। সেগুলো উচ্চ প্রোটিন আর ক্যালরিসমৃদ্ধ। সোনম বলেন, ‘আমি জানি, আমাকে যে খুব ফ্যাশনেবল লাগছে, তা নয়। আসলে গর্ভাবস্থা কোনো তারকাসুলভ ব্যাপার নয়। বিশেষ করে বলিউড তারকাসুলভ তো একেবারেই নয়।’

সোনম কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

গর্ভাবস্থায় অনেকের চুল পড়ে যায়। অনেকের আবার চুল গজায়। সোনমের মাথায় আগে থেকেই অনেক চুল। তাঁর বাবা অনিল কাপুর বলিউডে চুলের জন্য বিখ্যাত। আর গর্ভকালীন সময়ে সেটি 'ক্যারি' করতেই কষ্ট হচ্ছিল। তাই সোনম মনেপ্রাণে চাচ্ছিলেন, চুল যাতে না বাড়ে। গর্ভাবস্থায় সোনমের চুল বাড়েওনি, কমেওনি।

সোনমকে যাঁরা চেনেন, তাঁরা জানেন বলিউডে উল্টোপাল্টা মন্তব্য করার জন্য সোনম ‘বিখ্যাত’। তাঁর এই মন্তব্যও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সন্তান জন্মের পর সোনম লিখেছেন, ‘ও নিজের সিদ্ধান্তে পৃথিবীতে আসেনি। আমরা আমাদের সময়, সুবিধামতো ওকে এনেছি। তাই মা হওয়া অত্যন্ত স্বার্থপর একটি সিদ্ধান্ত।’