প্রশ্ন
ঠোঁটের ভেতরের দিকে টিউমারের মতো ফুলে আছে
পাঠকের পাঠানো এই প্রশ্নটির উত্তর দিয়েছে পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের (কলাবাগান) ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. কাজী রুমানা শারমীন
প্রশ্ন: ওপরের ঠোঁটের ভেতরের দিকে টিউমারের মতো ফুলে আছে। তাতে আবার হার্ট বিটের মত টিক টিক করে। এটা কি কোনো সমস্যা? করণীয় কী?
রাব্বি
উত্তর: যেহেতু ফুলে আছে এবং হার্ট বিটের মতো শব্দ হচ্ছে, সে ক্ষেত্রে এটা হেমানজিওমা তথা রক্তনালির টিউমার হওয়ার সম্ভাবনা খুব বেশি। রক্তনালির টিউমার কি না, শতভাগ বোঝার জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোপফেসিয়াল সার্জারির অভিজ্ঞ কাউকে দেখালে সব থেকে ভালো হবে। সতর্ক থাকবেন দাঁত দিয়ে যেন ক্ষত তৈরি না হয়।