বিনা মূল্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস শনাক্তকরণ কর্মসূচি
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষে হেপাটোলজি সোসাইটির আয়োজনে রাজধানীর মবিন খান লিভার সেন্টারে ২৬ জুলাই সম্পূর্ণ বিনা মূল্যে অনুষ্ঠিত হয়েছে হেপাটাইটিস বি ও সি ভাইরাস শনাক্তকরণ কর্মসূচি।
সম্প্রতি হেপাটোলজি সোসাইটির আয়োজনে মবিন খান লিভার সেন্টারে বিনা মূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং প্রচারণার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. গোলাম আযম, কোষাধ্যক্ষ ডা. মো. মাহবুবুল আলম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলামসহ হেপাটোলজি সোসাইটির অন্য সদস্যরা।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, ‘হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তোলা’। এই লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি এবং আগাম রোগনির্ণয়ের সুযোগ করে দেওয়ার জন্য দিনব্যাপী এই স্ক্রিনিং ক্যাম্পে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা বিনা মূল্যে রক্ত পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি-এ আক্রান্ত, কিন্তু তাঁদের ১০ জনের ৯ জনই জানেন না তাঁরা হেপাটাইটিসে আক্রান্ত। এ ধরনের স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে আগেভাগেই রোগ শনাক্ত করা যায়। চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস নিরাময়ে কাজ করে একটি হেপাটাইটিস মুক্ত ভবিষ্যৎ গড়তে সাহায্য করে।
হেপাটাইটিস একটি নীরব মহামারি। সচেতনতা, স্ক্রিনিং ও সঠিক চিকিৎসার মাধ্যমেই এই ভাইরাস নির্মূল করা সম্ভব। হেপাটোলজি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।