তারা যমজ বোন হলে কী হবে, জন্ম কিন্তু দুই ভিন্ন বছরে

দুটি যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন কোলি জো স্কট। বড় অ্যানি জো জন্মেছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। আর ছোট ইফি রোজ জন্মেছে মাত্র ৬ মিনিট পর, ২০২৩ সালের রাত ১২টা বেজে ১ মিনিটে। ফলে মাত্র ৬ মিনিটের ছোট-বড় হওয়া সত্ত্বেও দুটি শিশু জন্মেছে দুটো ভিন্ন বছরে। ২০২২ আর ২০২৩ সালে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। খবরটি ছাপা হয়েছে যুক্তরাষ্ট্রের ইউএসএ টুডে, যুক্তরাজ্যের দৈনিক মিরর থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে।

জমজ কন্যাকে নিয়ে মা ও বাবা
ছবি: সংগৃহীত

এই ঘটনায় যমজ কন্যাসন্তানের বাবা ক্লিফ খুবই অবাক। কেননা, ২৯ ডিসেম্বর ওদের মাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন বলা বলা হয়েছিল, ১১ জানুয়ারি সিজারের মাধ্যমে জন্মাবে তাঁদের দুই সন্তান। কিন্তু এর আগেই ৩১ ডিসেম্বর পরিস্থিতি পালটে যায়। সেই সময় মা-বাবা দুজনেই ভাবছিলেন হয়ত তাঁদের সন্তান হবে মধ্যরাতে। অর্থাৎ দুজনেই জন্মাবে ২০২৩ সালের ১ জানুয়েরি, প্রথম প্রহরে। কিন্তু তার আগেই ভূমিষ্ঠ হয় এক শিশু। এই কন্যাসন্তানদের বাবা ক্লিফ বলেন, ‘ওকে ভর্তির পর এমনিতেই কয়েকজন মজা করছিল যে দুজন দুই বছরে জন্মালে একটা ব্যাপার হবে! আমি তখন এত টেনশনে ছিলাম যে এসব জোকসে মন দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। পরে দেখা গেল, ওদের মজা নেওয়াটাই সত্যি হয়ে গেল। দুজনে জন্মাল দুটি ভিন্ন বছরে। এখন ছয় মিনিটের বড় তার ছোট বোনকে বলবে, আমি তোমার চেয়ে এক বছরের বড়।’

১১ জানুয়ারি টেক্সাস হেলথ প্রেসবাইটেরিয়ান হসপিটালে কোলির সিজার করার কথা ছিল। কিন্তু প্রেশার বেড়ে যাওয়ায় আগেই হাসপাতালে ভর্তি হন। পরে ‘ইমার্জেন্সি’ দেখা দেওয়ায় নির্ধারিত দিনক্ষণের প্রায় ১০ দিন আগেই সিজার করতে হয়। বড় কন্যা অ্যানি জো এই হাসপাতালে জন্ম নেওয়া ২০২২ সালের সর্বশেষ সন্তান। আর ছোট কন্যা ইফি রোজ এই হাসপাতালে জন্ম নেওয়া ২০২৩ সালের প্রথম সন্তান। অ্যানি আর ইফি দুজনেরই ওজন পাঁচ পাউন্ড পাঁচ আউন্স করে। তবে তারা ‘নন–আইডেন্টিক্যাল টুইন’, অর্থাৎ দুজনের চেহারা আলাদা। দুজনকেই দেখে আলাদা করা যায়। এই ঘটনায় এই দম্পতির বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন উচ্ছ্বসিত।

মা ও দুটি ভিন্ন বছরে জন্মানো দুই মেয়ে
ছবি: সংগৃহীত