সানগ্লাস পরলে রোদ ছাড়া আরও যা কিছু থেকে বাঁচবেন

রোদের প্রখরতা থেকে বাঁচার এক দারুণ অনুষঙ্গ সানগ্লাস বা রোদচশমা। ফ্যাশনসচেতন মানুষ সুন্দর নকশার চমৎকার রোদচশমা ব্যবহার করেন। কিছু রোগে আক্রান্ত ব্যক্তিরও বিশেষ ধরনের রোদচশমা পরতে হয়। তবে সব সুস্থ মানুষেরও রোদচশমা প্রয়োজন। কিন্তু কেন, জানেন?

রোদের প্রখরতা থেকে বাঁচার এক দারুণ অনুষঙ্গ সানগ্লাস বা রোদচশমাছবি: প্রথম আলো

ঠিকঠাক রোদচশমা পরলে যে আপনার চোখজোড়া রোদ থেকে বাঁচবে, তা বলার অপেক্ষা রাখে না। রোদের প্রখরতায় যখন চোখ কুঁচকে আসে, তখন ভালো একটি রোদচশমা পরা থাকলে আপনি সহজে তাকাতে পারবেন চারপাশে। বাড়তি কষ্ট হবে না। এসবের বাইরেও রোদচশমার নানা সুবিধার কথা জানালেন বিশেষজ্ঞরা।

ধুলাবালু থেকে বাঁচতে

ঢাকার পান্থপথের রেটিনা গ্লুকোমা সেন্টার অ্যান্ড সুপারস্পেশালিটি আই হাসপাতালের ফ্যাকো ও ভিট্রিও-রেটিনা সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. আতিকুল হক বলছিলেন, রোদচশমা পরলে বাতাসে থাকা ক্ষতিকর জিনিস সরাসরি চোখে ঢুকে যেতে পারে না। চোখে ধুলাবালু ঢুকে গেলে যে কেউ মুশকিলে পড়েন। আর ধুলায় যাঁদের অ্যালার্জি থাকে, ধুলার সংস্পর্শে এলে তাঁরা চোখ লাল হয়ে যাওয়া বা চোখ থেকে পানি পড়ার মতো সমস্যায় ভুগতে পারেন। বায়ুদূষণের কারণে আজকাল অনেকেই এমন সমস্যায় পড়ছেন। যেকোনো রোদচশমাই ধুলাবালু থেকে আপনার চোখজোড়াকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তবে এমন রোদচশমা সবচেয়ে ভালো, যা চোখের পাশ দিয়েও ধুলাময়লা ঢুকতে দেয় না, অর্থাৎ চারপাশ থেকেই চোখজোড়া ঢেকে রাখে।

আরও পড়ুন

রোদে যা করে রোদচশমা

গাড়ির কাচে প্রতিফলিত সূর্যরশ্মি কিংবা জলাশয়ে প্রতিফলিত সূর্যরশ্মির কারণে হঠাৎ আপনার দৃষ্টি বাধাগ্রস্ত হতে পারে। পোলারাইজড রোদচশমা আপনাকে সূর্যরশ্মির উজ্জ্বল প্রতিফলন থেকে বাঁচাবে। বিশেষত যানবাহনের চালকের আসনে বসলে পোলারাইজড রোদচশমা দারুণ কাজে দেবে।

সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে বাঁচায়, এমন রোদচশমা বেছে নিলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি কমবে। চোখের ভেতর মাংসের মতো বাড়তি অংশ সৃষ্টি হওয়ার (টেরিজিয়াম) ঝুঁকিও কমবে।

চোখের আরও সুরক্ষা

ময়লা হাতে চোখ স্পর্শ করার ফলে চোখে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। যেকোনো চশমা বা রোদচশমা পরলে আপনি চট করে চোখ স্পর্শ করতে পারবেন না। বিশেষ করে ঘরের বাইরে থাকা অবস্থায় ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করার প্রবণতা কমবে। ফলে চোখে জীবাণু সংক্রমণ থেকে বাঁচবেন আপনি।

আরও পড়ুন

ত্বকের সুরক্ষাতেও রোদচশমা

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম জানান, দীর্ঘদিন ধরে রোদেলা দিনে চোখ কুঁচকে তাকালে চোখের চারপাশের ত্বকে এর প্রভাব পড়ে। এ কারণে কম বয়সেই ত্বকের এই অংশে বলিরেখা দেখা দিতে পারে। রৌদ্রোজ্জ্বল দিনে ত্বকের সুরক্ষার জন্যও তাই রোদচশমা ব্যবহার করা ভালো।

আরও পড়ুন